সুপ্রিয় গুহ ও সুজয় পালের রিপোর্ট
কলকাতা: শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। এবার আদালতে গোপন জবানবন্দি দিতে চলেছেন তিনি। সূত্রের খবর, আজ, মঙ্গলবারই নগর দায়রা আদালতে গোপন জবানবন্দি দেবেন তিনি। তাঁর বক্তব্যে নতুন কোনও তথ্য উঠে আসতে পারে বলেই অনুমান করছেন তদন্তকারীরা।
একাধিকবার তদন্তকারী সংস্থা দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছে কল্যাণময়কে। সম্প্রতি বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তিনিই প্রথম অভিযুক্ত যিনি রাজসাক্ষী হয়েছেন। আর এতেই পার্থর বিড়ম্বনা বাড়বে বলে মনে করছেন অনেকেই।
মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজেস্ট্রেটের এজলাসে জবানবন্দি দেবেন কল্যাণময়। তবে নতুন ও সঠিক তথ্য না দিলে বিপদ বাড়বে কল্যাণময়ের। আইনজীবীরা বলছেন, নিজেকে বাঁচাতে যদি তিনি কোনও ‘চালাকি’ করেন, তাহলে বিপদে পড়বেন। রাজসাক্ষী হওয়ার জন্য তাঁর দোষ মকুব করার যে আদেশ জারি হয়েছে তাও খারিজ করে আবার কল্যাণময়কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হবে বলেও নির্দেশ আদালতের।
কর্মসূত্রে নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময়। গত ডিসেম্বরেই তিনি কলকাতায় আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। সেই সময় আদালতের শর্ত ছিল, নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না কল্যাণময়। ২০২২ সালেও ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।