Coal Scam: কয়লাকাণ্ডে জামিন পেলেন না বিকাশ মিশ্র, পরবর্তী শুনানিতে হাজিরার নির্দেশ

CBI: পরবর্তী শুনানির দিন আদালতে বিকাশ মিশ্রকে আসানসোলে সিবিআই আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিচারক।

Coal Scam: কয়লাকাণ্ডে জামিন পেলেন না বিকাশ মিশ্র, পরবর্তী শুনানিতে হাজিরার নির্দেশ
তদন্তে সিবিআই। ফাইল ছবি।

| Edited By: সায়নী জোয়ারদার

Mar 09, 2022 | 12:08 AM

আসানসোল: ফের কয়লাকাণ্ডে বিকাশ মিশ্রের জামিন খারিজ করল আসানসোলের বিশেষ আদালত। অসুস্থ হয়ে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি কয়লাকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। মঙ্গলবার বিকাশের মামলার শুনানি ছিল। বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ জামিনের আবেদন জানান। কিন্তু সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তা নাকচ করে দেন। জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। আগামী ১৪ মার্চ ফের এই মামলার শুনানি হবে।

পরবর্তী শুনানির দিন আদালতে বিকাশ মিশ্রকে আসানসোলে সিবিআই আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে সোমবার বিকাশ মিশ্রের ৯১ দিন জেল হেফাজতের মেয়াদ শেষ হয়। তাই তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তাতে মান্যতা দেননি বিচারক। এই মামলায় দাদা বিনয় মিশ্রকে এখনও ধরতে পারেনি সিবিআই। তবে বিকাশকে গ্রেফতার করেছে। তবে গ্রেফতারির পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে।

বিকাশ মিশ্রর আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, “সোমবার ৯১ দিন জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু বিচারক সেই আবেদন নাকচ করে দেন। বদলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আমরা বিচারকের নির্দেশের কপি পাইনি। সেটা পেলে পরবর্তী পদক্ষেপ করার কথা ভাবব। যে সব ধারায় শাস্তির মেয়াদ ১০ বছরের বেশি, সেক্ষেত্রে ৯০ দিন পর জামিনের আবেদন করা যেতে পারে। তাই আমরা করেছিলাম। কলকাতা এসএসকেএম হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন বিকাশ মিশ্র।”

আরও পড়ুন: Jamuria Blast: ভরসন্ধ্যায় বিস্ফোরণ! রক্তে ভাসছে মেঝে, ঘরের ভিতর থেকে শুধুই গোঙানির আওয়াজ…