কলকাতা: জামিনে মুক্তি পেলেন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক সায়ন লাহিড়ী। হাইকোর্টের নির্দেশে জেলমুক্তি ঘটে তাঁর। শুক্রবারই কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল। এমনকী এই গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে আদালতের প্রশ্নের মুখেও পড়তে হয়। শনিবার দুপুর ২টোর মধ্যে ছাত্রনেতাকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
হাইকোর্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্তি পান সায়ন। সায়নের অভিযোগ, দমনপীড়নমূলক ধারা প্রয়োগ করেছিল পুলিশ। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি। এদিন আদালতচত্বরে সায়নের পাশে ঠায় ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।
সায়ন লাহিড়ী বলেন, “কোর্টের রায়ে খুশি। আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম, বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই। তাই এই গণআন্দোলনকে যাঁরা সমর্থন করছেন, তাঁরা যেন পাশে এসে দাঁড়ান। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, চির কৃতজ্ঞ থাকব। আমাদের আরও সতীর্থ জেলে আছেন। তাঁদের মুক্তিরও চেষ্টা চলবে।”
২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক দেয় ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। কারা এই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’, তা নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছিল। এমনও অভিযোগ উঠছিল, এই অভিযানের পিছনে বিজেপি রয়েছে। যদিও কর্মসূচির দু’দিন আগে তিন যুবক কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁরাই এই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক বলে জানান। সেখানেই ছিলেন সায়ন লাহিড়ীও।
নবান্ন অভিযান ঘিরে তুলকালাম বাধে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। একাধিক গ্রেফতারি হয়। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর সদস্যরাও ছিলেন। যদিও এদিন জেল থেকে বেরিয়ে সায়ন লাহিড়ী বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, তা শেষও হয় শান্তিপূর্ণভাবেই। তবে সরকার পক্ষের বিরুদ্ধে ছিলাম, তাই দমনপীড়ন ধারা দিয়েছে।”