বৃষ্টি মাথায় স্ট্রেচারে করে রাজপথে টানা হল রোগীকে, এনআরএস-এ স্বাস্থ্য পরিষেবার করুণ ছবি
ছবি দেখে শিউরে উঠেছেন খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের সাফ বক্তব্য, কোনও রোগীকে এভাবে মেডিসিন ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া যায় না।
কলকাতা: কোভিড আবহে শহরের বুকে ধরা পড়ল রোগী ভোগান্তির করুণ ছবি। অ্যাম্বুলেন্স না থাকায় বৃষ্টির মধ্যেই স্ট্রেচারে করে রাজপথে নামিয়ে এনে প্রায় ২৫০ মিটার ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হল রোগীকে। অবাক করা ঘটনাটি ঘটেছে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে। বৃষ্টি মাথায় করে রোগীকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার ছবি এক কলেজ পড়ুয়া রেকর্ড করে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে এনআরএস কর্তৃপক্ষ।
সূত্রের খবর, এনআরএস হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন ওই রোগী। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল কিছু দূরেই অবস্থিত মৌলালির স্টুডেন্টস হেল্থ হোমে। সেখানে ওই রোগীকে চেস্ট মেডিসিন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর হাসপাতাল সূত্রে। কিন্তু নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স না মেলায় বৃষ্টি মাথায় করে স্ট্রেচারে টেনে রাস্তার উপর দিয়েই নিয়ে যাওয়া হয়। যেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে, ঠিক কোথায় দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা!
ছবি দেখে শিউরে উঠেছেন খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের সাফ বক্তব্য, কোনও রোগীকে এভাবে মেডিসিন ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া যায় না। শিয়ালদহের নিকটবর্তী এই হাসপাতাল থেকে যে রাস্তা দিয়ে দিয়ে ওই রোগীকে নিয়ে যাওয়া হয়েছে, তা শহরের অন্যতম ব্যস্ত রাজপথ হিসেবেই পরিচিত। রাস্তার উপর পাতা রয়েছে ট্রামলাইন। কোনও কারণে বৃষ্টিভেজা রাস্তায় দুর্ঘটনা হলে তার কী পরিণতি হতো, সেটা কার্যত কল্পনাও করতে চাইছেন না হাসপাতালের আধিকারিকরা।
আরও পড়ুন: ‘শান্তি ও মুক্তি চাই’, পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলে ব্যাখ্যা জন বার্লার
কোনও নিরাপত্তার ব্যবস্থা ছাড়া, অক্সিজেনের নল লাগিয়ে সেই রোগীকে কীভাবে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল? হাসপাতাল কর্তৃপক্ষই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুরুষ মেডিসিন বিভাগের নার্সদের শো-কজ করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে কীভাবে এই রোগীকে নিয়ে যাওয়া হল? ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে।
আরও পড়ুন: জ্ঞানেশ্বরী কাণ্ডে ‘মৃত’ ব্যক্তিকে জোড়াবাগান থেকে আটক করল সিবিআই