Petrol Pump: রাতের অন্ধকারে পেট্রোল পাম্পে ‘তাণ্ডব’, ‘আলো বন্ধ কর, খেলা হবে’ লাগাতার হুমকি দুষ্কৃতীদের

Attack in Petrol Pump: ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। দু'জনকে আটক করে। যদিও পেট্রোল পাম্পের মালিকের অভিযোগ, মূল অভিযুক্ত এখনও অধরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পের মালিক দ্রুত পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলর তথা কলকাতা পৌরসভার শাসকদলের মুখ্য সচেতন বাপ্পাদিত্য দাশগুপ্তের কাছেও ছুটে যান।

Petrol Pump: রাতের অন্ধকারে পেট্রোল পাম্পে ‘তাণ্ডব’, ‘আলো বন্ধ কর, খেলা হবে’ লাগাতার হুমকি দুষ্কৃতীদের
পেট্রোল পাম্পে হামলার অভিযোগ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 07, 2025 | 1:06 PM

কলকাতা: রাতের অন্ধকারে পেট্রোল পাম্পে ‘তাণ্ডব’। অভিযোগের তীর ১১০ নম্বর ওয়ার্ডের যুবকদের বিরুদ্ধে। এটি আবার পড়ে যাদবপুর বিধানসভার মধ্যে। এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক বলে পরিচিত অভিযুক্তরা। আক্রান্তদের অভিযোগ তাঁদের কেউ কেউ এলাকার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। এলাকার তৃণমূল বিধায়কের হয়ে অভিযুক্তরা মিছিল এবং অন্যান্য অনুষ্ঠান করে বলেও স্থানীয় সূত্রে খবর। 

শনিবার রাতে ঘটনাটি নেতাজি নগর থানার অন্তর্গত বৈষ্ণবঘাটা-পাটুলি মোড়ের ৪৫ নম্বর বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের মালিক দেবরাজ পালের অভিযোগ, রাতে চারজন যুবক একটি গাড়িতে আসে। সিএনজি গ্যাস নেওয়ার জন্য অপেক্ষারত একটি গাড়ির পিছনে তাদের গাড়ি দাঁড় করানো হয়। আচমকা সেই গাড়ি থেকে চারজন নেমে আসে। তারপর পাম্পে কর্মরত এমডি রাজা নামে এক কর্মীর উপরে চড়াও হয়। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

অভিযোগ, ধাক্কাধাক্কি করার সময় ওই কর্মীর কাছ থেকে আধার কার্ড-ভোটার কার্ড চাইতে থাকে ওই যুবকরা। এরপরই শুরু করে মারধর। রীতিমতো চড় থাপ্পর এবং ধাক্কাধাক্কি করতে থাকে ওই পাম্পের কর্মীকে। পাম্পের বাকি কর্মীরা এবং অন্যান্য গাড়ি চালকরা অভিযুক্তদের নিরস্ত্র করে ম্যানেজারের ঘরে নিয়ে গিয়ে বসায়।  কিন্তু তখন ওই চারজনের ডাকে আরও ১০ জন পেট্রোল পাম্পে চলে আসে। এরপর বাকি পেট্রোল পাম্পের কর্মীদের ধাক্কাধাক্কি এবং মারধর শুরু করে বলে অভিযোগ। 

আক্রান্তদের অভিযোগ, ব্যাট এবং লাঠি নিয়ে এসে তাদের উপর চড়াও হয়। পেট্রোল পাম্পের আলো বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। এমনকি ‘আলো বন্ধ কর, খেলা হবে’ এ ভাষাতেও হুমকি দিতে থাকে। পেট্রোল পাম্পের ম্যানেজারের ঘরে গিয়ে দরজায় লাথি মারতে থাকে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ।

আটক করা হয়েছে দু’জনকে

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। দু’জনকে আটক করে। যদিও পেট্রোল পাম্পের মালিকের অভিযোগ, মূল অভিযুক্ত এখনও অধরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পের মালিক দ্রুত পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলর তথা কলকাতা পৌরসভার শাসকদলের মুখ্য সচেতন বাপ্পাদিত্য দাশগুপ্তের কাছেও ছুটে যান। এরপরই পুলিশের কাছে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

গোটা ঘটনাটি পেট্রোল পাম্পে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার বন্দি হয়েছে। যেগুলি পুলিশের কাছে অভিযোগ সহকারে জমা হয়েছে বলে মালিক জানিয়েছেন। কিন্তু যেভাবে বৈষ্ণবঘাটা-পাটুলির মূল রাস্তার উপরে থাকা এই পেট্রোল পাম্পে তাণ্ডব চলল, তাতে আতঙ্কিত পেট্রোল পাম্পের কর্মীরাও। 

কী বলছেন বিধায়ক? 

যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার যদিও বলছেন, “আমাদের দলের কোনও কর্মী এতে জড়িত বলে আমার কাছে কোনও খবর নেই। আমি প্রথম শুনলাম। আমার ধারনা দলের কেউ করেনি। তারপরেও বলছি দলের কেউ করে থাকলে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক।”