Physical Assault: বাড়িতে করেন পার্টির আয়োজন, সেখানেই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন জিম মালিক… বাঁচাতে গিয়ে রক্তাক্ত বন্ধু

Physical Assault: শনিবার রাতে নিউ ব্যারাকপুর থানায় মাইকেল নগরে অভিযুক্ত ওই জিম মালিকের বাড়িতে পার্টি চলছিল। সেখানে মদ্যপানের আসর বসে। সেখানে আমন্ত্রিত ছিলেন ওই তরুণী।

Physical Assault: বাড়িতে করেন পার্টির আয়োজন, সেখানেই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন জিম মালিক... বাঁচাতে গিয়ে রক্তাক্ত বন্ধু
নির্যাতিতা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 13, 2025 | 2:41 PM

কলকাতা:  জিমের মালিকের বাড়িতে চলছিল পার্টি। সেই পার্টিতেই আমন্ত্রিত এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ জিম মালিকের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই তরুণীর এক বন্ধু। কাচের বোতল দিয়ে মাথায় মারা হয় বলে অভিযোগ। তারপরই অভিযুক্ত ওই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। কোনওক্রমে রক্তাক্ত বন্ধুকে নিয়ে পালিয়ে থানায় পৌঁছন নির্যাতিতা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নিউ বারাকপুরের মাইকেলনগর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিউ ব্যারাকপুর থানায় মাইকেল নগরে অভিযুক্ত ওই জিম মালিকের বাড়িতে পার্টি চলছিল। সেখানে মদ্যপানের আসর বসে। সেখানে আমন্ত্রিত ছিলেন ওই তরুণী।  অভিযোগ, পার্টি চলাকালীনই ওই তরুণীকে উত্ত্যক্ত করেন অভিযুক্ত। তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। দেখতে পেয়ে তরুণীরই এক বন্ধু, যিনিও আমন্ত্রিত ছিলেন, তিনি এগিয়ে আসেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করেন।

অভিযোগ, ওই তরুণীকে বাঁচাতে গেলে মদের বোতল দিয়ে মাথায় আঘাত এলোপাথাড়ি ঘুষি, লাথি মারে বলে অভিযোগ। এর পরের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বন্ধু। বাড়ির দরজা আটকে দেন, যাতে ওই দুই জন পালাতে না পারেন। কোনও ক্রমে অভিযুক্ত মেরে দরজা খুলে পালিয়ে যান তরুণী। পরে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

যেহেতু ঘটনাস্থল বিমানবন্দর থানার অন্তর্গত নয়, সেই কারণে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর সেই অভিযোগ স্থানান্তরিত করা হয় নিউ ব্যারাকপুর থানায়। ঘটনার পর থেকে গা ঢাকা দেন অভিযুক্ত, পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধর্ষণের চেষ্টা, শীলতাহানি, খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।