PM Narendra Modi: বাংলায় আসার আগেই তৃণমূলকে তোপ মোদীর, ‘পরিযায়ী পাখির গলায় গেরুয়া উত্তরীয়’ পরিয়ে পাল্টা খোঁচা তৃণমূলের

PM Narendra Modi: নিজের এক্স হ্যান্ডেলে মোদী পোস্ট করেছেন, "তৃণমূলের দুর্নীতি ও ব্যর্থতায় রাজ্যবাসী ক্লান্ত।" তবে বাংলার মানুষ যে কেন্দ্রের একাধিক প্রকল্পের প্রশংসাও করেছেন, তারও উল্লেখ করেছেন নিজের পোস্টে।

PM Narendra Modi: বাংলায় আসার আগেই তৃণমূলকে তোপ মোদীর, পরিযায়ী পাখির গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে পাল্টা খোঁচা তৃণমূলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)Image Credit source: PTI

May 29, 2025 | 12:02 PM

কলকাতা: ‘অপারেশন সিঁদুরের’ সাফল্য আর তারপরই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ও কর্মসূচি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর আসার সঙ্গে সঙ্গেই ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। কিন্তু বাংলায় আসার আগেই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে তোপ দেগেছেন তিনি। বাংলার উদ্দেশে বৃৃহস্পতিবার মোদী কী বার্তা দিতে পারেন, তার ইঙ্গিত আগেই দিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে। অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

নিজের এক্স হ্যান্ডেলে মোদী পোস্ট করেছেন, “তৃণমূলের দুর্নীতি ও ব্যর্থতায় রাজ্যবাসী ক্লান্ত।” তবে বাংলার মানুষ যে কেন্দ্রের একাধিক প্রকল্পের প্রশংসাও করেছেন, তারও উল্লেখ করেছেন নিজের পোস্টে।


এদিকে, আবার মোদীর এক্স হ্যান্ডেলে পোস্টের জবাব এক্স হ্যান্ডেলেই দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে একটি পাখির ছবি পোস্ট করা হয়েছে। সে পাখি বাংলায় মূলত ‘পরিযায়ী’ । সেই পরিযায়ী পাখির গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে কটাক্ষের সুরে পাল্টা বিঁধেছে তৃণমূল।

তৃণমূলের পাল্টা প্রশ্ন, বাংলার বকেয়া ১ লক্ষ ৭০ হাজার কোটি কেন বাকি রেখেছে কেন্দ্র? প্রধানমন্ত্রীর সফরের আগে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছে তৃণমূল।

এবিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলেছে, তখন রাজ্য সরকার পুরোপুরিই কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তান-সন্ত্রাসকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন, ভারতের অবস্থান স্পষ্ট করেছে। সেই সময়ে পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কী? আমরা এই সময়টা নিয়েই প্রশ্ন তুলছে। বাংলায় প্রচুর ভোটপাখি আসেন। কিন্তু খালি হাতে কেন?”

যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, বাংলার মানুষকে বার্তা দিতে আসছেন, এত অনিয়ম থেকে মুক্তি একমাত্র বিজেপিই দিতে পারে।”