আগের থেকে কিছুটা ভাল আছেন কবি জয় গোস্বামী
প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন (Oxygen) দিতে হচ্ছে কবিকে
কলকাতা: করোনায় (Covid) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। জানা গিয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভাল। রবিবার জয় গোস্বামীকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। কবির স্ত্রী কাবেরী গোস্বামীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, আগের থেকে কিছুটা ভাল আছেন কবি জয় গোস্বামী। অক্সিজেনের মাত্রা আগের থেকে কমানো হয়েছে। এখন তিনি ফেস মাস্কে রয়েছেন। প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন দিতে হচ্ছে কবিকে। সিসিইউতেই চিকিৎসা চলছে কবি জয় গোস্বামীর।
রবিবার জয় গোস্বামী অসুস্থ হন। কয়েক বার বমি করেন। পাশাপাশি পেটের সমস্যা চলছিল কবির। এরপরেই তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। কবি জয় গোস্বামীর অসুস্থতার খবরে মন ভারাক্রান্ত পাঠকদের। বহু অনুরাগী কবির আরোগ্য প্রার্থনা করেছেন।