Jitendra Tiwari: সরকার মনে করছে, আমাকে জেলে রাখলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে: জিতেন্দ্র

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 19, 2023 | 12:00 AM

Jitendra Tiwari: হাসপাতাল থেকে বেরিয়ে জিতেন্দ্র বলেন, 'এই সরকার মনে করছে, আমাকে জেলে রাখলে এগিয়ে যাবে। তাই জেলে রাখছে। আমি ক্রাইম করিনি।'

Jitendra Tiwari: সরকার মনে করছে, আমাকে জেলে রাখলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে: জিতেন্দ্র
জিতেন্দ্র তিওয়ারি

Follow Us

কলকাতা: গ্রেফতারির পর কলকাতায় নিয়ে আসা হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)। ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ ঘিরে এক কর্মসূচিতে পদপিষ্ট তিনজনের মৃত্যু হয়েছিল। ওই অনুষ্ঠানে উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি। সেই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনায় আজ উত্তর প্রদেশের নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যদিও আসানসোলের প্রাক্তন মেয়রের দাবি, তিনি কোনও অন্যায় করেননি, তিনি নির্দোষ। এদিন কলকাতা বিমানবন্দর থেকে নামার পর জিতেন্দ্রকে মেডিকেল চেকআপের জন্য দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘এই সরকার মনে করছে, আমাকে জেলে রাখলে এগিয়ে যাবে। তাই জেলে রাখছে। আমি ক্রাইম করিনি।’

প্রসঙ্গত, এদিন রাত দশটার কিছু সময় পরে জিতেন্দ্র তিওয়ারিতে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখানে বিমানবন্দর চত্বরে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তির ছবিও ধরা পড়ে। কারণ, তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ তাঁকে জোর করে গাড়িতে তুলে দমদম হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ শারীরিক পরীক্ষা নিরিক্ষার পর তাঁকে নিয়ে আসানসোলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সূত্র মারফত জানা যাচ্ছে, আজ রাতে আসানসোল উত্তর থানায় তাঁকে রাখা হবে। আগামিকাল তাঁকে আসানসোল বিশেষ আদালতে পেশ করা হবে বলে খবর। দিন জিতেন্দ্র তিওয়ারিতে সংবাদ মাধ্যমের থেকে দূরে রাখতে শুরু থেকেই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে। কিন্তু তিনি বার বার বলার চেষ্টা করেন, তিনি কোনও অন্যায় করেননি। বিমানবন্দর থেকে যখন তাঁকে বের করা হচ্ছিল, সেই সময়ও জিতেন্দ্র তিওয়ারি বলার চেষ্টা করেন, ‘এই সরকার মনে করছে, আমাকে ধরে রাখলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে।’ এরপর আর কিছু বলার আগেই তাঁকে টেনে নিয়ে যায় পুলিশ। সবমিলিয়ে জিতেন্দ্রকে সংবাদমাধ্যমকে দূরে রাখতে ব্যাপক তৎপরতা এদিন দেখা গেল পুলিশের মধ্যে।

Next Article