High Court on NIA: কোনও পদক্ষেপ করবে না পুলিশ, ভূপতিনগর মামলায় রক্ষাকবচ পেল NIA

High Court on NIA: এনআইএ-র দাবি, ৬ এপ্রিল ভোর সাড়ে চারটেয় সাহায্য চাওয়া হয় পুলিশের কাছে। এরপর সেখান থেকে মনোব্রত জানাকে গ্রেফতার করা হয়। সে সময় অন্তত ১০০ মহিলা উপস্থিত ছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার। মনোব্রত জানার স্ত্রীর অভিযোগ, ঠিক নয় বলেও দাবি করেছেন আইনজীবী।

High Court on NIA: কোনও পদক্ষেপ করবে না পুলিশ, ভূপতিনগর মামলায় রক্ষাকবচ পেল NIA
ভূপতিনগরে এনআইএর উপর হামলার অভিযোগ ওঠে Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 10, 2024 | 4:10 PM

কলকাতা: ভূপতিনগর মামলায় অবশেষে স্বস্তি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অফিসারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ছিল মামলার শুনানি। সেখানেই এনআইএ-কে রক্ষাকবচ দেওয়া হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করলেও ভিডিয়োগ্রাফি করতে হবে।

তিন মাস আগে সন্দেশখালিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর গত শনিবার ভূপতিগরে গিয়ে হামলার মুখে পড়েছে এনআইএ। দুই অভিযুক্তকে গ্রেফতার করার সময় তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ। এক এনআইএ অফিসার আহত হন বলেও অভিযোগ জানায় এনআইএ। আর এই ঘটনার অব্যবহিত পরই অভিযোগ সামনে আনেন ধৃত মনোব্রত জানার স্ত্রী। তিনি দাবি করেন, ভোরবেলা তাঁর বাড়িতে আচমকা প্রবেশ করে মারধর করা হয়, তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়।

ভূপতিনগর থানায় একাধিক ধারায় মামলা হয় এনআইএ অফিসারদের বিরুদ্ধে। সেই মামলার সূত্র ধরে অফিসারদের তলব করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ না করা হয়, সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। বুধবার বিচারপতি নির্দেশ দেন, অফিসারদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ফলে ভূপতিনগর মামলায় আপাতত স্বস্তি পেয়েছে কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, বুধবারই রাজ্যে এসে ভূপতিনগর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, অভিযুক্তদের বাঁচাতেই অফিসারদের ওপর মামলা করা হচ্ছে।