কলকাতা: শুক্রবার রাতে মারধরের ঘটনায় ফ্যাসাদে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। গতরাতের ঘটনায় এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের টেকনোসিটি থানায় চণ্ডীপুরের তারকা বিধায়ক ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অন্যায়ভাবে কাউকে বাধা দান, স্বেচ্ছায় আঘাত করা, ভয় দেখানোর অভিযোগে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে। এরপর রাতেই টেকনোসিটি থানায় পৌঁছান সোহম চক্রবর্তী। পুলিশের কাছে পাল্টা অভিযোগ জানান তৃণমূলের তারকা বিধায়ক।
থানা থেকে বেরিয়ে সোহম জানান, হোটেল মালিক, ম্যানেজার-সহ বাকি যাঁরা গোলমাল পাকিয়েছিল, তাঁদের বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। সোহমের বক্তব্য, হোটেল কর্তৃপক্ষের তরফেই প্রথমে অভব্য আচরণ ও গালিগালাজ করা শুরু হয়েছিল। উল্লেখ্য, গতরাতের ওই ঘটনার পর ইতিমধ্যেই টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সোহম জানিয়েছেন, ‘হিট অব দ্য মোমেন্টে’ ঘটনাটি ঘটেছিল। নিজের ভুলও স্বীকার করেছেন তিনি।
আজ রাতে টেকনোসিটি থানা চত্বরেও আবারও সেই কথাই বললেন সোহম। তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, অভিনেতা হিসেবে এবং সর্বোপরি জনপ্রতিনিধি হিসেবে আমার নিজেকে সংযত রাখা উচিত ছিল। কিন্তু তারপরও তো আমি রক্ত মাংসের মানুষ। কোথাও তো একটা আত্মসম্মান রয়েছে। সেখানে যখন বার বার আঘাত হচ্ছিল, তখন এটা হয়ে গিয়েছে। এর জন্য অনুশোচনা করছি, আমি দুঃখিত এর জন্য।’ একইসঙ্গে সোহমের প্রশ্ন, কেন শুধু তিনি ধাক্কা দেওয়ার অংশটিই দেখানো হচ্ছে? তৃণমূলের তারকা বিধায়কের বক্তব্য, ‘আমি তো পাগল নই, যে দুম করে গিয়ে ধাক্কা মেরে দেব!’ তাঁর দাবি, ঘটনার সূত্রপাত হয়েছিল হোটেলের বাইরে থেকে। যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেই উৎস প্রকাশ্যে আনার দাবি তুলেছেন সোহম।