Swastika Mukherjee: স্বস্তিকার ‘বিকৃত ছবি’ ইমেল করে হুমকি দিচ্ছিল এই ব্যক্তি! খুঁজে বের করল পুলিশ
Swastika Mukherjee: জানা যাচ্ছে, প্রোডিউসার টিম থেকে আশ্বস্ত করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্য়ায় ও তাঁর ম্যানেজারের সঙ্গে বসে মিটমাট করে নেওয়া হবে।
কলকাতা: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee) হুমকির ঘটনায় বিগত বেশ কয়েকদিন ধরে শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায় (Tollywood)। স্বস্তিকার ‘বিকৃত ছবি’ ইমেল করে হুমকি দেওয়া হচ্ছিল। সেই বিকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও আসছিল অভিনেত্রীর কাছে। এই নিয়ে আগেই সরব হয়েছেন অভিনেত্রী। শুধু ইন্টারনেটে বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিই নয়, অভিনেত্রীর প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে গল্ফগ্রিন থানায় একটি জেনারেল ডায়েরিও করা হয়েছিল। সেই অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, অরিন্দম ভট্টাচার্যের পরিচালিত একটি সিনেমায় মুখ্য মহিলা চরিত্রে অভিনয়ের জন্য হাওড়ার অজন্তা সিংহ রায় এবং দমদমের সৃজিত সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল স্বস্তিকার। অজন্তা ও সৃজিত ছিলেন প্রোডিউসার।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সিনেমার মার্কেটিং ও প্রোমোশনের কাজ নিয়ে প্রযোজকদের সঙ্গে অভিনেত্রীর একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই সময়ে প্রোডিউসার টিমের একজন সদস্য সন্দীপ সরকার অভিনেত্রীর ম্যানেজার একটি ইমেল করেছিলেন। সিনেমার পরিচালককেও ইমেল করা হয়েছিল। সেখানে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু জানা যাচ্ছে, অভিনেত্রীকে বিকৃত ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার কাজ প্রোডিউসার টিমের ওই ব্যক্তি করেননি। পুলিশ জানতে পেরেছে, রবিশ শর্মা নামে এক ব্যক্তি অভিনেত্রীর ম্যানেজারকে ওই বিকৃত ছবি পাঠিয়ে হুমকি দিচ্ছিল। এই রবিশ শর্মার সঙ্গে কোনও যোগাযোগের কথা অস্বীকার করেছে প্রোডিউসার টিম। ওই ব্যক্তি যে এমন কোনও হুমকি ই-মেল পাঠিয়েছে, সেই বিষয়টিও তাঁরা জানেন না বলে দাবি করেছেন। জানা যাচ্ছে, প্রোডিউসার টিম থেকে আশ্বস্ত করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্য়ায় ও তাঁর ম্যানেজারের সঙ্গে বসে মিটমাট করে নেওয়া হবে।
যদিও এই ঘটনায় পুলিশের তরফে কোনও মামলা রুজু করা হয়নি। পুলিশ সূত্রে খবর, এখনই এই ঘটনায় এফআইআর রুজু করা হচ্ছে না। তবে স্বস্তিকার ‘বিকৃত ছবি’ ঘিরে বিগত কয়েকদিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছিল, এবার সেই কাণ্ডে জড়িত ব্যক্তির নাম প্রকাশ্য এল।