Lake Town: অশান্ত লেকটাউন, অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 04, 2024 | 3:42 PM

Lake Town: জানা গিয়েছে, রবিবার গভীর রাত প্রায় একটা নাগাদ কালী পুজোর বিসর্জন চলছিল দক্ষিণ দাড়ির দেবী ঘাটে। সেই সময় বাড়ি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা। কোনও রকম উত্তেজনামূলক পরিস্থিতি এড়াতে নিরঞ্জনের শোভাযাত্রায় আগে থেকেই মোতায়ন ছিল পুলিশ। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন এক ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। আহত হন তিনি।

Lake Town: অশান্ত লেকটাউন, অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও
লেকটাউন থানা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

লেকটাউন: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে তুমুল অশান্তি। বাজি ফাটানো ঘিরে বচসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় পুলিশ। তবে রেহাই পাননি তাঁরাও। অভিযোগ, মারধরের জেরে আক্রান্ত হন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, রবিবার গভীর রাত প্রায় একটা নাগাদ কালী পুজোর বিসর্জন চলছিল দক্ষিণ দাড়ির দেবী ঘাটে। সেই সময় বাড়ি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা। কোনও রকম উত্তেজনামূলক পরিস্থিতি এড়াতে নিরঞ্জনের শোভাযাত্রায় আগে থেকেই মোতায়ন ছিল পুলিশ। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন এক ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। আহত হন তিনি। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা দান সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত তিন অভিযুক্তকে বিধান নগর আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, তলে শুধু এই এলাকা নয়, রবিবার উত্তপ্ত হয় আরও লেকটাউনের আরও এক এলাকা। সেখানে এক মহিলাকে কটূক্তি করার প্রতিবাদ করেন তাঁর স্বামী। অভিযোগ, তখনই কয়েকজন যুবক এসে বেধড়ক মারধর করেন তাঁর স্বামীকে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়। গ্রেফতার হন তিনজন।

Next Article
TMC: আন্দোলনে সমর্থকরা, উপভোটে তৃণমূলের প্রচারে ইস্ট বেঙ্গল-মোহনবাগান-মহামেডানের কর্তারা
Sandip Ghosh: ‘যদি বলি ওসামা বিন লাদেনকে প্রশিক্ষণ দিয়েছিলেন সন্দীপ ঘোষ…’, আদালতে কেন বললেন আইনজীবী