জনপ্রিয় বাথওয়্যার ব্র্যান্ড Watertec India এবার ঝড় তুলছে অভিনব প্রচারে

Popular Bathware Brand: হাজার হাজার গৃহস্থলিতে কল খারাপ হয়ে যাওয়ার সমস্যা, জল পড়া আজকাল বড়সড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েচে। কিন্তু Watertec-এর এই নতুন উদ্যোগ কীভাবে এই সমস্যার মোকাবিলা করতে পারে তা বিজ্ঞাপনে দেখানো হয়েছে। ট্যাপগুলিতে যাতে কোনওভাবেই মরচে না ধরে তার জন্য আলাদা করে যত্ন নিয়ে বানানো হয়েছে।

জনপ্রিয় বাথওয়্যার ব্র্যান্ড Watertec India এবার ঝড় তুলছে অভিনব প্রচারে
প্রতীকী ছবি Image Credit source: Watertec

| Edited By: জয়দীপ দাস

Dec 02, 2025 | 7:08 PM

কলকাতা: দেশের অন্যতম জনপ্রিয় বাথওয়্যার ব্র্যান্ড Watertec India Pvt. Ltd. তাদের প্রথম জাতীয় টিভি বিজ্ঞাপন ক্যাম্পেইন “Kick Out The Ordinary” নিয়ে বাজারে চলে এসেছে। দেখা যাবে একাধিক ভাষায়। কীভাবে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ব্র্য়ান্ড মানুষের চাহিদা পূরণ করছে কীভাবে নতুন প্রজন্মের পলিমার ট্যাপ সংস্থার সমস্ত প্রোডাক্টকে আরও উন্নত করছে তা বিশদে দেখানো হয়েছে বিজ্ঞাপনে। সুপারসিল টেননোলজি, POM মেটেরিয়ালের সহযোগিতায় কীভাবে এই ট্যাপগুলি একদম লিক-প্রুফ ও টেকসই হয়ে উঠেছে তাও দেখানো হয়েছে। ওয়াটারটেকের এই বড় সাফল্যের মুহূর্তে বিজ্ঞাপনটি দেখা যাবে মোট ৯টি ভাষায়। 

হাজার হাজার গৃহস্থলিতে কল খারাপ হয়ে যাওয়ার সমস্যা, জল পড়া আজকাল বড়সড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েচে। কিন্তু Watertec-এর এই নতুন উদ্যোগ কীভাবে এই সমস্যার মোকাবিলা করতে পারে তা বিজ্ঞাপনে দেখানো হয়েছে। ট্যাপগুলিতে যাতে কোনওভাবেই মরচে না ধরে তার জন্য আলাদা করে যত্ন নিয়ে বানানো হয়েছে। পাশাপাশি বহু টেস্টিংয়ের পরই আসছে বাজারে। সংস্থার চেয়ারম্যান ও মার্কেটিং প্রধান দু’জনেই বলেছেন, তাদের লক্ষ্যই হলো দেশের সমস্ত পরিবার জল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, আরও আরামদায়ক ও দীর্ঘস্থায়ী করা। 

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত Watertec বর্তমানে দেশের একটি প্রধান পলিমার বাথওয়্যার ও প্লাম্বিং সলিউশন ব্র্যান্ড। গোটা দেশে ১৮টি রাজ্যে রয়েছে উপস্থিতি। রয়েছে ৩৪ হাজারেরও বেশি চ্যানেল পার্টনার রয়েছে। উন্নত প্রযুক্তি-নির্ভর দীর্ঘস্থায়ী পণ্য দিয়ে “The Perfect Flow. For Life” পৌঁছানই সংস্থার যেন এখন মূল মন্ত্র। তাই গুণমানের সঙ্গে কোনওভাবেই আপোষ করতে রাজি নন সংস্থার কর্তারা।