Post Poll Violence Case: অভিজিৎ ‘খুনে’ সরলেন তদন্তকারী অফিসার, শাহি দরবারের আগেই কড়া পদক্ষেপ সিবিআইয়ের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 29, 2022 | 3:46 PM

CBI: এসবের মধ্যেই গত জানুয়ারি নাগাদ বিশ্বজিৎ সরকার অভিযোগ তোলেন, তদন্তে কার্যত নিষ্ক্রিয় সিবিআই।

Post Poll Violence Case: অভিজিৎ খুনে সরলেন তদন্তকারী অফিসার, শাহি দরবারের আগেই কড়া পদক্ষেপ সিবিআইয়ের
অভিজিৎ সরকার খুনের তদন্ত করছে সিবিআই। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: শুক্রবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করবেন ভোট পরবর্তী হিংসা মামলায় নিহত, আক্রান্তদের আইনজীবীরা। কোন পথে তদন্ত এগোচ্ছে, তদন্তকারীদের ভূমিকাই বা কেমন তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে যাচ্ছে ‘ল’ইয়ার্স ফর জাস্টিস’। তার আগেই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সিবিআইয়ের (CBI)। ভোট পরবর্তী হিংসা মামলায় অভিজিৎ সরকার খুনের তদন্তে এবার তদন্তকারী অফিসারকে সরিয়ে দিল সিবিআই। নতুন তদন্তকারী অফিসার হলেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার এক অফিসার। এর আগে এই তদন্তের ভার ছিল ডিএসপি অজয় কুমারের উপর। তাঁকেই সরানো হল। বেলেঘাটার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আদালতেও বিষয়টি জানান। জানুয়ারি নাগাদ এ সংক্রান্ত বিষয়ে প্রথমবার সরব হন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। প্রায় তিন মাস পর শুক্রবার এ নিয়ে পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত বছর ২ মে এ রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। পরদিনই মৃত্যু হয় বেলেঘাটার বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। গলায় তার পেঁচানো অবস্থায় উদ্ধার হয় অভিজিৎ সরকারের মৃতদেহ। তাঁর পরিবার প্রথম থেকেই দাবি তোলে, বিজেপি করার অপরাধে অভিজিৎকে খুন করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিহতের পরিবার। তদন্তের স্বার্থে দেহ সৎকার হয় ১৩৬ দিন পর। বিজেপি যতগুলি ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে, সবথেকে বেশি চর্চিত অভিজিৎ সরকারের মামলা।

এই মামলায় প্রথম দিন থেকেই অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার অত্যন্ত তৎপর। শিয়ালদহ আদালত থেকে কলকাতা হাইকোর্ট, ছুটতে দেখা গিয়েছে তাঁকে। সিবিআই তদন্ত ভার নেওয়ার পর থেকেই এই ঘটনায় একাধিকবার অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কখনও বিশ্বজিতের বাড়িতে গিয়েছেন তাঁরা, কখনও সিবিআই দফতরে হাজির হয়েছেন বিশ্বজিৎ নিজে।

এসবের মধ্যেই গত জানুয়ারি নাগাদ বিশ্বজিৎ সরকার অভিযোগ তোলেন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে। হাইকোর্টেও যান তিনি। সিবিআই আধিকারিকরা তাঁকে ডেকে পাঠান। সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর বিশ্বজিৎ সরকারকে অভিযোগ সংক্রান্ত নথিও জমা দেন তিনি। বিশ্বজিতের বক্তব্য ছিল, বেশ কয়েকজন প্রভাবশালীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেননি। চার্জশিটে বেশ কয়েকজনের নাম না থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিশ্বজিৎ।

শুক্রবার ভোট পরবর্তী হিংসা মামলায় অভিজিৎ সরকার খুনের ঘটনায় তদন্তকারী অফিসারকেই সরিয়ে দেওয়া হল। কাকতালীয় ভাবে সেদিনই বিষয়টি হল, যেদিন বিকেলে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ভোট পরবর্তী হিংসা মামলায় ক্ষতিগ্রস্তদের আইনজীবীরা।

আরও পড়ুন: Anubrata Mondal: লালবাতি গাড়িতে কেন চড়েন অনুব্রত? হাইকোর্টে মামলা ঠোকায় ফাঁপড়ে ‘কেষ্ট’

আরও পড়ুন : Agitation at PSC office: আদালতের নির্দেশ সত্ত্বেও মেলেনি চাকরি, পিএসসি অফিসের সামনে বিক্ষোভ প্রার্থীদের

Next Article