Agnimitra Paul: মমতার বিরুদ্ধে বিজেপির মহিলা মুখ অগ্নিমিত্রা? পোস্টার পড়তেই জোর জল্পনা

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 27, 2025 | 4:27 PM

Agnimitra Paul: কয়েকদিন আগেই তৃণমূলের পোস্টার-যুদ্ধ সামনে এসেছিল। প্রথমে 'সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়' বলে পোস্টার পড়ার পর রাতারাতি 'সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্য়ায়' নামে পোস্টারে ভরে যায় দক্ষিণ কলকাতা। এবার বিজেপি নেত্রীর নামে পড়ল পোস্টার।

Agnimitra Paul: মমতার বিরুদ্ধে বিজেপির মহিলা মুখ অগ্নিমিত্রা? পোস্টার পড়তেই জোর জল্পনা
অগ্নিমিত্রার নামে পোস্টার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভোটের আগে শহরে শুরু হয়েছে রাজনৈতিক পোস্টার-যুদ্ধ। বৃহস্পতিবার সাত সকালে দেখা গেল, কেষ্টপুরে রাস্তার মাঝখানে অগ্নিমিত্রা পলের নামে পড়েছে ব্যানার। ডিভাইডারের গায়ে ঝোলানো হলুদ ব্যানারে লেখা, ‘অগ্নিমিত্রাকে চায়।’ সৌজন্য হিসেবে লেখা রয়েছে, ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ।’ প্রশ্ন উঠেছে কারা দিল এমন পোস্টার? তবে কি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে অগ্নিমিত্রাকে দেখতে চায় বিজেপির একাংশ?

ব্যানারে অগ্নিমিত্রাকে ‘বাংলার নারীশক্তির রক্ষাকবচ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৬-এ বাংলায় ভোট। পাশাপাশি বিজেপির রাজ‍্য সভাপতি নির্বাচনও আসন্ন। তার সঙ্গে এই ব্যানারের যোগ থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা।

২০২৬-এর ভোটের আগে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবে মহিলা মুখ তুলে ধরতেই কি এই ব‍্যানার? জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই সব জল্পনায় আমল দিচ্ছে না বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, এটা আদতে আইপ্যাকের কাজ। তিনি বলেন, “অগ্নিমিত্রাকে আইসোলেট করার জন্য় আইপ্য়াক এই সব কাজ করেছে। কিন্তু, বিজেপিতে অনেক শিক্ষিত-বুদ্ধিমান লোক আছে। তারা সব বুঝতে পারবে। এগুলো করে আসলে মূর্খামি করছে।”

অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই বিষয়টাকে আর তৃণমূলের পোস্টার-যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। কয়েকদিন আগেই তৃণমূলের পোস্টার-যুদ্ধ সামনে এসেছিল। প্রথমে ‘সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বলে পোস্টার পড়ার পর রাতারাতি ‘সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্য়ায়’ পোস্টারে ভরে যায় দক্ষিণ কলকাতা।