Potato Price: পরিস্থিতি এগোচ্ছে খারাপের দিকে, আলু নিয়ে রাতারাতি চরম সিদ্ধান্ত নবান্নের

Potato Price: মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লোটা হবে, আর তিনি চাষিদের জন্য বিমার ব্যবস্থা করবেন, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস তিনি বরদাস্ত করবেন না।

Potato Price: পরিস্থিতি এগোচ্ছে খারাপের দিকে, আলু নিয়ে রাতারাতি চরম সিদ্ধান্ত নবান্নের
আলু নিয়ে বড় সিদ্ধান্ত Image Credit source: Pixabay

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 22, 2024 | 7:45 PM

কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের পরেই সিদ্ধান্ত আলু আপাতত রফতানি করা হবে না। শুক্রবার টাস্ক ফোর্সের বৈঠকের পর সিদ্ধান্ত। তাঁর অনুমতি ছাড়া ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লোটা হবে, আর তিনি চাষিদের জন্য বিমার ব্যবস্থা করবেন, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস তিনি বরদাস্ত করবেন না। বাংলার প্রয়োজন মিটিয়ে ভিন রাজ্যে আলু রফতানি করতে হবে, সেটাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সকাল থেকেই আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে হানা  দিচ্ছে  টাস্ক ফোর্স ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ। সল্টলেকের বিডি মার্কেটে অভিযান চালান আধিকারিকরা। ক্রেতাদের তরফ থেকেই অভিযোগ উঠছিল, কোথাও আলুর বিকোচ্ছে ৩২ টাকা কিলো দরে, আবার কোথাও ৩৫ টাকা, কেন এই ধরনের অসামঞ্জস্য দাম, তা নিয়ে বেজায় চটেছেন টাস্ক ফোর্সের প্রধান সদস্য রবীন্দ্রনাথ কোলে। বাজারে নচুন পেঁয়াজ বিক্রি হচ্ছে  ৫৫ টাকা কেজি দরে, আর পুরনো পেঁয়াজ, যেটা নাসিক থেকে আনা হয়, সেটা বিকোচ্ছে ৭০ টাকা কেজি করে। তাই নিয়ে চরম ক্ষোভ প্রকাস করেন রবীন্দ্রনাথ কোলে।  তিনি ধমক দিয়েছেন আলু বিক্রেতাদের। হুঁশিয়ারি দিয়েছেন, আলুর দাম নিয়ন্ত্রণে আনতে হবে নতুবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।