
কলকাতা: শালবনিতে পাওয়ার প্লান্টের শিলান্যাস করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন পূর্ব ভারতে এমন পাওয়ার প্লান্ট আর নেই। আগামী ২১ এপ্রিল ওই পাওয়ার প্লান্টের শিলান্যাস করার কথা। এই প্লান্ট চালু হলে, রাজ্য়ের মানুষ উপকৃত হবেন বলেও জানিয়েছেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে বলে বিজিবিএস-এ যে ঘোষণা হয়, সেগুলো কার্যকর হয় না। বাংলায় শিল্পপতিদের জন্য একটা ডেস্টিনেশন তৈরি করে দেওয়া হয়েছে। আমরা ছ’টা ইকনমিক করিডর তৈরি করেছি।” তিনি আরও উল্লেখ করেন, রাজ্যে প্রায় ২ কোটি ৩০ লক্ষ মানুষ বর্তমানে বিদ্যুৎ ব্যবহার করেন। গত ১৪ বছরে বিদ্যুতের চাহিদা ১৮ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।
শালবনীর প্লান্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮০০ মেগাওয়াট করে দুটি পাওয়ার প্লান্ট তৈরি করা হচ্ছে। এই পাওয়ার প্লান্ট তৈরি করতে জিন্দালরা ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। পূর্ব ভারতে এই ধরনের পাওয়ার প্লান্ট আর নেই বলেও জানান তিনি।
দুর্গাপুরেও ৬৬০ মেগাওয়াটের একটা পাওয়ার প্লান্ট তৈরি হওয়ার কথা। তার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আগামী ২২ এপ্রিল, বেলা সাড়ে ১২টায় গোয়ালতোড়ে একটি সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন মমতা। সেই প্লান্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে একটি জার্মান সংস্থা ৮০ শতাংশ টাকা বিনিয়োগ করবে আর রাজ্য করবে ২০ শতাংশ বিনিয়োগ।