কলকাতা: প্রয়াত দীর্ঘদিনের রাজনীতিক প্রদীপ ঘোষ। বাবাকে হারালেন বিজেপি নেতা তথা কলকাতার কাউন্সিলর সজল ঘোষ। কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ছিলেন প্রদীপ ঘোষ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। একইসঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। সোমবার প্রয়াত হন তিনি। সজল ঘোষ নিজেই ফেসবুকে একটি পোস্ট করেন সোমবার। লেখেন, ‘বাবা চলে গেলেন। আগামিকাল সকাল ৯টায় বাড়িতে মরদেহ আনা হবে l ১২ টায় শেষ যাত্রা। দয়া করে এখন ফোন করবেন না।’
প্রদীপ ঘোষ এক সময় ছিলেন দাপুটে কংগ্রেস নেতা। প্রথম সারির নেতা ছিলেন তিনি। এখন সকলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে সজল ঘোষের পুজো বলেই চেনেন। কিন্তু লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার, যে নামেই এ পুজোকে ডাকা হোক না কেন, পুজোর শুরু কিন্তু প্রদীপ ঘোষের হাত ধরেই। এমনকী বাইরের লোকের কাছে এ পুজো সজল ঘোষের হলেও এখনও এলাকার লোকজনের কাছে লেবুতলা পার্কের পুজো মানেই প্রদীপ ঘোষ।
যদিও ২০১৪ সাল নাগাদ কংগ্রেস ছাড়েন প্রদীপ ঘোষ। বিজেপির রাজ্য সদর দফতরে দেখা যায় তাঁকে। এরপরই বিজেপিতে যোগ দেন। তৃণমূলকে শক্তিহীন করতে বিজেপিতেই ভরসা ছিল তাঁর। বাবার দেখানো পথেই বিজেপিতে যোগ দেন সজল ঘোষও। প্রদীপ ঘোষের প্রয়াণ বঙ্গ রাজনীতিতে নিঃসন্দেহে একটা সময়ের অবসান।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)