Prasanna Roy: প্রসন্ন রায়ের ট্রাভেল কোম্পানির এক কর্মীকে ফের তলব করল সিবিআই

Prasanna Roy: সূত্রের খবর, সোমবারও রোহিতকে তলব করেছিল সিবিআই। উত্তরে সন্তুষ্ট না হওয়ার ফের রোহিতকে তলব।

Prasanna Roy: প্রসন্ন রায়ের ট্রাভেল কোম্পানির এক কর্মীকে ফের তলব করল সিবিআই
প্রসন্ন রায়

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 30, 2022 | 1:23 PM

কলকাতা: প্রসন্ন রায়ের কোম্পানিতে কর্মরত এক ব্যক্তিকে ফের তলব করল সিবিআই। রোহিত শর্মা নামে ওই ব্যক্তিকে বুধবার ফের নিজাম প্যালেসে তলব করা হয়েছে। প্রসন্নর মূলত ট্রান্সপোর্টের ব্যবসা ছিল। সেই ব্যবসা তথা গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোন গাড়ি কোথায় যাবে, তা নির্ধারণ করতেন তিনিই। সিবিআই জানতে পেরেছে, প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা-সহ শিক্ষা দফতরের একাধিক ক্ষেত্রে প্রসন্নর গাড়ি ব্যবহৃত হত। কটা গাড়ি চলত, কত টাকা মিলত, কার কার কাছে গাড়ি যেত, সেই সমস্ত তথ্য বিস্তারিত তথ্য জানতে চান তদন্তকারীরা। তাই রোহিতকে আবারও ডেকে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, সোমবারও রোহিতকে তলব করেছিল সিবিআই। উত্তরে সন্তুষ্ট না হওয়ার ফের রোহিতকে তলব। সিবিআই সূত্রে খবর, শিক্ষা দফতরে প্রসন্নর কার রেন্টাল সংস্থার গাড়ি চলত।

ইতিমধ্যেই নিউটাউনে প্রসন্নের বিলাসবহুল বাড়ির সন্ধান মিলেছে। নিউটাউনের রবিরশ্মিতে প্রসন্ন রায়ের দুটি ভিলার হদিশ মিলেছে। দুটি ভিলার এক একটির মূল্য কোটি টাকা বলে সূত্রের খবর। গত ৫ বছর ধরে নাকি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে রয়েছেন প্রসন্ন ।

আদ্যপান্ত নিপাট ‘ভদ্র বাঙালি’ প্রসন্নর একটি অন্য ভূমিকাও সামনে এসেছে। ছবির প্রযোজক হিসাবেও কাজ করতেন তিনি। ৬৮ লক্ষ টাকা দিয়ে প্রযোজনা করেন জেনানা। বাড়ি, জমি, ভেড়ি, হোটেল, রিসর্ট, চাবাগান – কী নেই প্রসন্ন রায়ের। এক্সপোর্ট আর জেনানা – এই দুটি ছবিরই প্রযোজক রাকেশ ওরফে প্রসন্ন।