AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB University Bill: আচার্য হওয়া হল না মুখ্যমন্ত্রীর, বিল নাকচ করলেন রাষ্ট্রপতি

Mamata Banerjee: একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া (চ্যান্সেলর) পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল। তবে রাষ্ট্রপতি সেই বিলে সই করেননি। 

WB University Bill: আচার্য হওয়া হল না মুখ্যমন্ত্রীর, বিল নাকচ করলেন রাষ্ট্রপতি
বিলে সই করলেন না রাষ্ট্রপতিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 15, 2025 | 6:46 PM
Share

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রাজ্যপাল তথা আচার্যের ক্ষমতা বদলের প্রস্তাব ছিল সংশ্লিষ্ট বিলগুলিতে। তবে তাতে রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় আপাতত কার্যকর হচ্ছে না।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল ২০২৪ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল ২০২২, রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল। ওই বিলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল ২০২২,-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া (চ্যান্সেলর) পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল। তবে রাষ্ট্রপতি সেই বিলে সই করেননি।

উল্লেখ্য,বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে,’রাজ্যপাল তাঁর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন।’ এর প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি উক্ত দুই সংশোধনী বিলে সম্মতি প্রদান থেকে বিরত থাকলেন বলে জানানো হয়েছে। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর পদে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না।

প্রসঙ্গত, নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে রাজ্যপাল নন, আনা হোক মুখ্যমন্ত্রীকে। সেই আইন সংশোধনের কাজ শুরু করে আইনসভা। এরপর সেই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়। তা পরবর্তীতে তৎকালীন রাজ্যপাল পাঠান রাষ্ট্রপতির কাছে। তবে সেই বিলেই সই করেননি রাষ্ট্রপতি।