BIG NEWS: ১০ ডিসেম্বর হচ্ছে না TET পরীক্ষা, বদলে গেল সূচি

TET 2023: প্রথমে ঠিক ছিল ১০ ডিসেম্বর এই টেট পরীক্ষা হবে। গত ২৯ নভেম্বর সব জেলার ডিসিএসসি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছিল পর্ষদ। এরপরই আজ জানা গেল, টেট পরীক্ষার দিনক্ষণ বদলে ফেলা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪ ডিসেম্বর।

BIG NEWS: ১০ ডিসেম্বর হচ্ছে না TET পরীক্ষা, বদলে গেল সূচি
টেট পরীক্ষাImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Dec 04, 2023 | 4:19 PM

কলকাতা: বদলে গেল ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার দিনক্ষণ। ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর নেওয়া হবে টেট পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে। যদিও কী কারণে আচমকা টেট পরীক্ষার দিনক্ষণ বদল করা হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, পলিসিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রচুর বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে নিয়োগ মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি। তাঁর জায়গায় নতুন পর্ষদ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম পাল। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন পর্ষদে স্বচ্ছতা ফেরানোর ক্ষেত্রে তাঁর আগ্রহের কথা। প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছিলেন তিনি। নতুন পর্ষদ সভাপতি হিসেবে গৌতম পাল দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালেও টেট পরীক্ষা নেওয়া হয়েছিল।

কিন্তু ২০২২ সালের টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। ২০১৭ সালের টেটের নিয়োগও এখনও আটকে। এরই মধ্যে আবার ২০২৩ সালে নতুন করে আরও একটি টেট পরীক্ষার আয়োজন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমে ঠিক ছিল ১০ ডিসেম্বর এই টেট পরীক্ষা হবে। গত ২৯ নভেম্বর সব জেলার ডিসিএসসি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছিল পর্ষদ। এরপরই আজ জানা গেল, টেট পরীক্ষার দিনক্ষণ বদলে ফেলা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪ ডিসেম্বর। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে, প্রস্তুতির কাজ শেষ করতে পারছিল না পর্ষদ। সেই কারণেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।