AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শীঘ্রই কলকাতায় রোড শো মোদীর, করবেন ব্যাক টু ব্যাক সভাও

২৩ এপ্রিল কলকাতায় সভা করানোর পরিকল্পনা ছিল বিজেপির। তবে আপাতত তা স্থগিত রেখে রোড শো করার কথা স্থির হয়েছে।

শীঘ্রই কলকাতায় রোড শো মোদীর, করবেন ব্যাক টু ব্যাক সভাও
ফাইল ছবি
| Updated on: Apr 02, 2021 | 5:56 PM
Share

কলকাতা: প্রথম দুই দফার ভোট শেষ। আট দফার নির্বাচনে মূলত তিনটি দফায় কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হতে চলেছে। সেই উপলক্ষে এপ্রিল মাসেই শহরে রোড শো করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি সূত্রে খবর, আগামী ২৩ এপ্রিল দক্ষিণ কলকাতায় (Kolkata) একটি রোড শো (Road Show) করবেন তিনি।

আগামী ১০ এপ্রিল দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছে নির্বাচন। বাকি আসনগুলিতে ২৬ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। এই তিন দফা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে যদিও ২৩ এপ্রিল কলকাতায় সভা করানোর পরিকল্পনা ছিল বিজেপির। তবে আপাতত তা স্থগিত রেখে রোড শো করার কথা স্থির হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও প্রাথমিকভাবে এই রোড শো করতে রাজি হয়েছেন বলে খবর বিজেপি সূত্রে।

চলতি বিধানসভা নির্বাচনে বাংলায় রেকর্ড সংখ্যক সভা করবেন নমো। ভোটবঙ্গে মোট ২৪ টি সভা করার কথা রয়েছে তাঁর। সেই সারিতেই প্রধানমন্ত্রীর ২২ তম সভা হওয়ার কথা ছিল দক্ষিণ কলকাতায়। কিন্তু শেষ মুহূর্তে সভার পরিকল্পনা বাতিল করে রোড শো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোন রুটে তিনি এই রোড শো করবেন তা এখনও নিশ্চিত নয়। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে রুট নির্ধারিত করা হবে। শেষবার গত ৭ মার্চ ব্রিগেডে তিনি সভা করেছিলেন।

আরও পড়ুন: মমতার ‘বুথ-ধর্নার’ জেরে ২ শতাংশ ভোট কমেছে নন্দীগ্রামে, কমিশনে নালিশ বিজেপির

এ বাদেও আগামী ১৭ এপ্রিল গঙ্গারামপুরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রে আরও খবর, ২০ এপ্রিল মুশির্দাবাদ এবং ২২ এপ্রিল আসানসোল ও মালদায় তিনি সভা করবেন। প্রধানমন্ত্রী বাদেও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সভা করবেন বঙ্গে।

আরও পড়ুন: ‘কারোর ভাতিজা বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না’, TV9 বাংলা-কে বললেন শাহ