Justice Ganguly Order: বিচারকের বদলির প্রক্রিয়া শুরু, আজই কোর্টের অর্ডার যাবে মন্ত্রীর কাছে

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 06, 2023 | 1:11 PM

Justice Ganguly Order:গত ২৭ সেপ্টেম্বর এই মামলায় মলয় ঘটককে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে গিয়ে মন্ত্রী জানিয়েছিলেন, ৬ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হোক তাঁকে।

Justice Ganguly Order: বিচারকের বদলির প্রক্রিয়া শুরু, আজই কোর্টের অর্ডার যাবে মন্ত্রীর কাছে
মন্ত্রী সই করলেই বদলি হবে বিচারকের

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের বিচারককে সরানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবার শুরু হল সেই প্রক্রিয়া। বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি করার পুরো প্রক্রিয়া আজ, শুক্রবারই শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি। আইনমন্ত্রী সই না করায় আটকে ছিল বদলির প্রক্রিয়া। মন্ত্রী মলয় ঘটক আদালতে জানিয়েছিলেন, ৬ অক্টোবর (আজ) পর্যন্ত সময় দেওয়া হোক তাঁকে। শুক্রবার বিচারপতি জানিয়েছেন, এদিনই অর্ডার কপি আপলোড করে দেওয়া হবে। আর সেই নির্দেশ জানানো হবে আইনমন্ত্রীকে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, জেরার নামে হেনস্থা করা হচ্ছে তাঁকে। নিম্ন আদালতে সেই অভিযোগ জানিয়েছিলেন তিনি। কুন্তলের অভিযোগের ভিত্তিতে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পুলিশ এই মামলার তদন্ত করতে পারে। কেন্দ্রীয় সংস্থা যখন তদন্ত করছে, তখন কীভাবে বিচারক এই নির্দেশ দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এরপরই জানা যায়, আইনমন্ত্রী ফাইলে সই না করায় আটকে রয়েছে বিচারকের বদলি। গত ২৭ সেপ্টেম্বর এই মামলায় মলয় ঘটককে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে গিয়ে মন্ত্রী জানিয়েছিলেন, ৬ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হোক তাঁকে।

২৭ সেপ্টেম্বরের নির্দেশনামায় অনিচ্ছাকৃত ভুল থাকায় আজ তা পরিবর্তন করা হয়েছে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন আজই আপলোড হবে ওই অর্ডার। আজকের মধ্যে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। আদালতের সেই অর্ডার রেজিস্ট্রার জেনারেল জানাবেন জুডিশিয়াল সেক্রেটারিকে আর জুডিশিয়াল সেক্রেটারি তা আইনমন্ত্রীকে জানাবেন।

Next Article