Calcutta High Court: হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভ, চেম্বারে ঢোকার মুখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ বিকাশ, ফিরদৌসদের

Calcutta High Court: আন্দোলনকারী ওই চাকরিপ্রার্থীদের দাবি ছিল, মামলাটি প্রত্যাহার করতে হবে এবং এই নিয়ে আর কোনও মামলা চলতে দেওয়া যাবে না। তাদের যুক্তি, এই মামলার জন্যই নাকি নিয়োগ আটকে আছে।

Calcutta High Court: হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভ, চেম্বারে ঢোকার মুখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ বিকাশ, ফিরদৌসদের
হাইকোর্টে তুমুল বিক্ষোভ-আন্দোলনImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 26, 2025 | 10:41 AM

কলকাতা: সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলায় দ্রুত রায় দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের বাইরে নজিরবিহীন আন্দোলন একদল চাকরিপ্রার্থীর। শোনা গেল আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান, বিচারপতিদের বিরুদ্ধে স্লোগান। এমনকী আইনজীবীদের চেম্বারের সামনে তাঁদের দিকে তেড়ে গিয়ে অশ্রাব্য গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।

শুক্রবার হাইকোর্ট চত্বরেই আইনজীবী বিকাশ ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামিমকে চেম্বারে ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্য়ায়কেও ঘেরাও করা হয়। এমনকী বোতল ছুড়ে মারার চেষ্টা করা হয় বলেও জানাচ্ছেন আইনজীবীরা।

আন্দোলনকারী ওই চাকরিপ্রার্থীদের দাবি ছিল, মামলাটি প্রত্যাহার করতে হবে এবং এই নিয়ে আর কোনও মামলা চলতে দেওয়া যাবে না। তাদের যুক্তি, এই মামলার জন্যই নাকি নিয়োগ আটকে আছে। শুক্রবার দুপুরে মামলা ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। সেই শুনানি শেষ হওয়ার পর থেকে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। জুতো দেখানো হয় আইনজীবীদের। রাতে বর্ষীয়ান ওই দুই আইনজীবীকে শুনতে হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ।

বহু আইনজীবী এখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। হাইকোর্ট চত্বরে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত একটানা কয়েকঘন্টা কীভাবে বিক্ষুব্ধরা পুলিশের সামনে বসে রইল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠেছে, আইনজীবীরা কোনও বিষয়ে সওয়াল করলে, তাদের এভাবে আদালত চত্বরেই হেনস্থা হতে হবে!

শুক্রবার বিচারপতি বসুর বেঞ্চে মামলা উঠলে বিচারপতি রাজ্যকে লিখিত আবেদন করতে বলেন। মৌখিক আর্জি শুনতে চাননি তিনি। আবেদন করা হলে, বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বিচারপতি।