
কলকাতা: দিনভর সংবাদমাধ্যমে দেখা গিয়েছে পুলিশের লাঠিপেটা করার ছবি। কীভাবে পুলিশ ছুটে গিয়ে এক বিক্ষোভকারীকে লাথি মারছে, সেই ছবিও দেখা গিয়েছে। চাকরিহারার শিক্ষক-শিক্ষাকর্মীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, তাদের একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চাকরিহারা প্রার্থীরা।
বুধবার কসবার ডিআই অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, মৃদু লাঠিচার্জ করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে কলকাতা পুলিশের এক্স মাধ্যমে একটি পোস্টও করা হয়েছে।
এক্স মাধ্যমে একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। এক পুলিশকর্মীকে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে। আর তারপরই বাইরের বিক্ষোভের ফুটেজ। ওই ভিডিয়ো ফেক বলে দাবি চাকরিহারাদের।
‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর তরফ থেকে এদিন এক প্রতিনিধি বলেন, “ওটা আজকের কোনও ফুটেজ নয়। অন্য কোনওদিনের ফুটেজ। এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। ফেক ফুটেজ। দেখা যাচ্ছে, প্রথমের অংশটা কাট করে সেকেন্ডে বদলে অন্য ফুটেজ দেওয়া হয়েছে।” বিক্ষোভকারীদের দাবি, একদিকে পুলিশ লাঠি দিয়ে মেরেছে, অন্যদিকে, সেই ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে।
It is clarified that outside the Kasba DI Office, an unruly mob launched an unprovoked and violent attack on police personnel, including women police. Four male and two female police personnel sustained injuries and are currently undergoing treatment. Police were compelled to use… pic.twitter.com/AC67ylqk9j
— Kolkata Police (@KolkataPolice) April 9, 2025