বাবা ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক। কিন্তু, মেয়ের মন পড়েছিল একেবারে অন্য খাতে। নাচের জগতে। সেই নাচই হয়ে উঠল তাঁর জীবনের সঙ্গী। তিনি তনুশ্রী শঙ্কর। যিনি আজ শুধু নৃত্যশিল্পী নন। বরং একজন পথপ্রদর্শক।
ভারতের খ্যাতনামা নৃত্য পরিচালক ও শিল্পী তনুশ্রী শঙ্কর। তাঁর নাচে ধরা পড়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও আধুনিকতার মেলবন্ধন। নাচের শুরু কীভাবে? তনুশ্রী শঙ্কর বলেন, “বাবার কলকাতায় পোস্টিং হওয়ার পর তিনিই উদয় শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার থেকে ফর্ম তুলে নাচের স্কুলে ভর্তি করান। সেখানেই নাচ শেখা।” আর সেখানেই উদয় শঙ্করের পুত্র আনন্দ শঙ্করের সঙ্গে তাঁর পরিচয়। তারপর বিয়ে। আর আনন্দ শঙ্করের সঙ্গে বিয়ের পরই নাচের জগতে তাঁর প্রবেশ হয় বলে মন্তব্য করেন তনুশ্রী শঙ্কর।
ছাত্রীদের সঙ্গে নাচে মগ্ন তনুশ্রী শঙ্কর
১৯৯৯ সালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আনন্দ শঙ্কর। স্বামীর প্রয়াণের পর মেয়েকে বড় করেছেন। একইসঙ্গে নাচকে আরও আঁকড়ে ধরেছেন। তনুশ্রী শঙ্কর ড্যান্স কোম্পানি খুলেছেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পশ্চিমী ব্যালে নৃত্যের মেলবন্ধন ঘটিয়েছেন।
সৃজনশীল ও পরীক্ষামূলক নাচের জন্য ২০১১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তনুশ্রী শঙ্কর। তাঁর জীবন ও কাজ প্রমাণ করে যে নিজের স্বপ্নকে ভালবাসলে সাফল্য একদিন ধরা দেবেই।
বাবা ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক। কিন্তু, মেয়ের মন পড়েছিল একেবারে অন্য খাতে। নাচের জগতে। সেই নাচই হয়ে উঠল তাঁর জীবনের সঙ্গী। তিনি তনুশ্রী শঙ্কর। যিনি আজ শুধু নৃত্যশিল্পী নন। বরং একজন পথপ্রদর্শক।
ভারতের খ্যাতনামা নৃত্য পরিচালক ও শিল্পী তনুশ্রী শঙ্কর। তাঁর নাচে ধরা পড়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও আধুনিকতার মেলবন্ধন। নাচের শুরু কীভাবে? তনুশ্রী শঙ্কর বলেন, “বাবার কলকাতায় পোস্টিং হওয়ার পর তিনিই উদয় শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার থেকে ফর্ম তুলে নাচের স্কুলে ভর্তি করান। সেখানেই নাচ শেখা।” আর সেখানেই উদয় শঙ্করের পুত্র আনন্দ শঙ্করের সঙ্গে তাঁর পরিচয়। তারপর বিয়ে। আর আনন্দ শঙ্করের সঙ্গে বিয়ের পরই নাচের জগতে তাঁর প্রবেশ হয় বলে মন্তব্য করেন তনুশ্রী শঙ্কর।
ছাত্রীদের সঙ্গে নাচে মগ্ন তনুশ্রী শঙ্কর
১৯৯৯ সালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আনন্দ শঙ্কর। স্বামীর প্রয়াণের পর মেয়েকে বড় করেছেন। একইসঙ্গে নাচকে আরও আঁকড়ে ধরেছেন। তনুশ্রী শঙ্কর ড্যান্স কোম্পানি খুলেছেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পশ্চিমী ব্যালে নৃত্যের মেলবন্ধন ঘটিয়েছেন।
সৃজনশীল ও পরীক্ষামূলক নাচের জন্য ২০১১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তনুশ্রী শঙ্কর। তাঁর জীবন ও কাজ প্রমাণ করে যে নিজের স্বপ্নকে ভালবাসলে সাফল্য একদিন ধরা দেবেই।