দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলে। যা কিছু গোল, তা কেবল একটা আকৃতি নয়। বরং প্রাণশক্তিতে ভরপুর। সেটা কপালের টিপ হোক কিংবা ঢাক। অথবা ফুল রাখার পাত্র। সবগুলি গোল জিনিসই ঐতিহ্যের সমুজ্জল। প্রতিটি অমূল্য। এই বৃত্তগুলির মধ্যেই অণুরণিত হয় পুজোর হৃদস্পন্দন। কপালের জ্যোতি, ঢাকের ছন্দ, ধুনুচি নাচ, রসগোল্লার মিষ্টতা-সবকিছুই গোলাকার। সম্পূর্ণ চিরন্তন।
এবারের এই পুজোয় আসুন উৎসবের এই আকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করি। পুজোয় পালস সিজন থ্রি, গোল কা মোল উদযাপনের এটাই সেরা সময়। কারণ, একেকটা গোল নিছক আকৃতি নয়। বরং তার বাইরে আরও অনেক কিছু। সিঁদুর থেকে সেমিনার, ভক্তি থেকে বিনাশ, আমাদের দুর্গা মা এই অমূল্য ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলেন। অমূল্য রূপান্তরের পথ ধরে। এই বৃত্তের একদম কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা। আগামীর নির্ভীক রচয়িতা। এই পুজোয় আসুন পুজোয় পালস সিজন থ্রির সঙ্গে উদযাপন করি গোল কা মোল। অমূল্য ঐতিহ্যের এক জ্যামিতিক চিত্র।
ভারতের খ্যাতনামা নৃত্য পরিচালক ও শিল্পী তনুশ্রী শঙ্কর। তাঁর নাচে ধরা পড়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও আধুনিকতার মেলবন্ধন। তাঁর সৃজনশীল ও পরীক্ষামূলক নাচের জন্য ২০১১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। তাঁর জীবন ও কাজ প্রমাণ করে যে নিজের স্বপ্নকে ভালবাসলে সাফল্য একদিন ধরা দেবেই।
তনুশ্রী শঙ্কর
এদিকে, আসানসোলে হাজির পুজোয় পালস ট্যাবলো। ভিড় করলেন পথচারীরা। পালস গোলমোলে মজলেন তাঁরা। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।
দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলে। যা কিছু গোল, তা কেবল একটা আকৃতি নয়। বরং প্রাণশক্তিতে ভরপুর। সেটা কপালের টিপ হোক কিংবা ঢাক। অথবা ফুল রাখার পাত্র। সবগুলি গোল জিনিসই ঐতিহ্যের সমুজ্জল। প্রতিটি অমূল্য। এই বৃত্তগুলির মধ্যেই অণুরণিত হয় পুজোর হৃদস্পন্দন। কপালের জ্যোতি, ঢাকের ছন্দ, ধুনুচি নাচ, রসগোল্লার মিষ্টতা-সবকিছুই গোলাকার। সম্পূর্ণ চিরন্তন।
এবারের এই পুজোয় আসুন উৎসবের এই আকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করি। পুজোয় পালস সিজন থ্রি, গোল কা মোল উদযাপনের এটাই সেরা সময়। কারণ, একেকটা গোল নিছক আকৃতি নয়। বরং তার বাইরে আরও অনেক কিছু। সিঁদুর থেকে সেমিনার, ভক্তি থেকে বিনাশ, আমাদের দুর্গা মা এই অমূল্য ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলেন। অমূল্য রূপান্তরের পথ ধরে। এই বৃত্তের একদম কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা। আগামীর নির্ভীক রচয়িতা। এই পুজোয় আসুন পুজোয় পালস সিজন থ্রির সঙ্গে উদযাপন করি গোল কা মোল। অমূল্য ঐতিহ্যের এক জ্যামিতিক চিত্র।
ভারতের খ্যাতনামা নৃত্য পরিচালক ও শিল্পী তনুশ্রী শঙ্কর। তাঁর নাচে ধরা পড়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও আধুনিকতার মেলবন্ধন। তাঁর সৃজনশীল ও পরীক্ষামূলক নাচের জন্য ২০১১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। তাঁর জীবন ও কাজ প্রমাণ করে যে নিজের স্বপ্নকে ভালবাসলে সাফল্য একদিন ধরা দেবেই।
তনুশ্রী শঙ্কর
এদিকে, আসানসোলে হাজির পুজোয় পালস ট্যাবলো। ভিড় করলেন পথচারীরা। পালস গোলমোলে মজলেন তাঁরা। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।