কলকাতা: নিউটাউনকাণ্ডে নিহত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের দেহ তুলে দেওয়া হল তাঁর পরিবারের হাতে। শনিবারই ছেলের দেহ নিয়ে পরিবারের সদস্যরা বিমানবন্দরে পৌঁছন। সূত্রের খবর, দুপুরের বিমানে পঞ্জাবের উদ্দেশে রওনা দেবেন তাঁরা।
নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে বুধবার রাজ্য পুলিশের এসটিএফের হাতে এনকাউন্টারে নিহত হন পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত সিং। বৃহস্পতিবারই ছেলের দেহ নিতে কলকাতায় এসে পৌঁছন পঞ্জাব পুলিশের প্রাক্তন কর্মী ভূপিন্দর সিং ভুল্লার। কিন্তু দেহ তুলে দেওয়া নিয়ে শুক্রবার বেশ কিছু জটিলতা তৈরি হয়।
শনিবার সে সমস্ত কাটিয়ে জয়পালের দেহ হাতে পায় তাঁর পরিবার। সকাল সাড়ে ৭টা নাগাদ আরজি করের মর্গ থেকে সেই দেহ নিয়ে বিমানবন্দরের পথে রওনা দেন ভুল্লারের বাবা। ৯টা ৫ নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ। জয়পালের বাবার সঙ্গে জেলার সরপঞ্চ ও বেশ কয়েকজন আত্মীয়ও রয়েছেন। বিমানবন্দর সূত্রে খবর, বেলা ১২টা নাগাদ ভুল্লারের দেহ নিয়ে পঞ্জাবে উড়ে যাবে তাঁর পরিবার।
আরও পড়ুন: দালালেই বাড়ি মালিকদের ভরসা, সুযোগ কাজে লাগিয়ে জাল ছড়াচ্ছে ভুল্লারের মত গ্যাংস্টাররা
জয়পাল সিং ভুল্লারের বাবা জানান, বুধবার পঞ্জাব পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনা জানার পর বৃহস্পতিবার কলকাতায় আসেন ছেলের দেহ নিতে। ভূপিন্দর সিং ভুল্লার বলেন, “আমাকে পুলিশ জানিয়েছিল, আপনার ছেলে মেরে দেওয়া হয়েছে। ডেড বডি নিতে এসেছি। এর বেশি আর কী বা বলব!”