Justice Amrita Sinha: হাইকোর্টে নজিরবিহীন ঘটনা! বিচারপতির অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, দায়ের জনস্বার্থ মামলা

Justice Amrita Sinha: এর আগে বিচারপতি অমৃতা সিনহা পুরসভা ও পঞ্চায়েতের একাধিক মামলা শুনেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন তিনি। এমনকি তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদেরও।

Justice Amrita Sinha: হাইকোর্টে নজিরবিহীন ঘটনা! বিচারপতির অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, দায়ের জনস্বার্থ মামলা
বিচারপতি অমৃতা সিনহা (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2024 | 12:38 PM

কলকাতা: কেন তাঁর এজলাসেি পুলিশি নিষ্ক্রিয়তা কিংবা অতি সক্রিয়তার মামলার শুনানি হবে? এই প্রশ্ন তুলে নজিরবিহীনভাবে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল জনস্বার্থ মামলা।
বৃহস্পতিবার গরমের ছুটির অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

কোনও বিচারপতির রায় পছন্দ না হলে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, এমনকি তাঁর এজলাসের সামনে ধর্না, এজলাস বয়কট, এমনকি তাঁর এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন সবই অতীতে হয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এবার প্রায় নজিরবিহীনভাবে বিচারপতির এজলাসে দেওয়া মামলার বিচার শুরুর আগেই তাঁর বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা হলো হাইকোর্টে। আগামী ১০ জুন গরমের ছুটির পরে হাইকোর্ট চালুর প্রথম দিন থেকেই বিচারপতি সিনহার পুলিশ সংক্রান্ত মামলার বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগে তাৎপর্যপূর্ণভাবে এই মামলা।

এর আগে বিচারপতি অমৃতা সিনহা পুরসভা ও পঞ্চায়েতের একাধিক মামলা শুনেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন তিনি। এমনকি তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদেরও। এর হাইকোর্টের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি সক্রিয়তার মামলাগুলো তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল জনস্বার্থ মামলা।