R G Kar: সন্দীপ ঘোষের বিরুদ্ধে তুলেছিলেন বিস্ফোরক অভিযোগ, সেই আখতার আলির বিরুদ্ধেই এবার ভয়ঙ্কর অভিযোগ

R G Kar Case: হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা সন্দীপের বিরুদ্ধে এফআইআর করেছিল। রুজু হয়েছিল আর্থিক দুর্নীতির মামলা। তারই তদন্তে কোমর বেঁধে মাঠে নেমে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে যাঁর অভিযোগের ভিত্তিতে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে EMS সেই আখতার আলির বিরুদ্ধেই এবার বিস্ফোরক অভিযোগ। 

R G Kar: সন্দীপ ঘোষের বিরুদ্ধে তুলেছিলেন বিস্ফোরক অভিযোগ, সেই আখতার আলির বিরুদ্ধেই এবার ভয়ঙ্কর অভিযোগ
আখতার আলি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 07, 2025 | 10:07 PM

কলকাতা: আরজি করের বিতর্কিত ডেপুটি সুপার আখতার আলি সাসপেন্ড। আর্থিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। বর্তমানে আখতার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার। আরজি কর-এর আর্থিক দুর্নীতিকাণ্ডে সিবিআই রিপোর্ট জমা পড়ে।  সিবিআই রিপোর্টে আখতারের নানান কীর্তিকলাপ উল্লেখ রয়েছে। সিবিআই-এর দাবি, বিভিন্ন সংস্থাকে টেন্ডারের বিনিময়ে টাকা নিয়েছেন স্ত্রীর অ্যাকাউন্টে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের খরচ এসেছে বিভিন্ন সংস্থা থেকে।

হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা সন্দীপের বিরুদ্ধে এফআইআর করেছিল। রুজু হয়েছিল আর্থিক দুর্নীতির মামলা। তারই তদন্তে কোমর বেঁধে মাঠে নেমে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে যাঁর অভিযোগের ভিত্তিতে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে EMS সেই আখতার আলির বিরুদ্ধেই এবার বিস্ফোরক অভিযোগ।

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (নন মেডিকেল) আখতার আলি দীর্ঘদিন আগেই আরজি করে দুর্নীতির অভিযোগ করেছিলেন। রাজ্য সরকার সিট গঠন করলেও হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। ২০২২ সাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার প্রিন্সিপাল-সহ একাধিক জায়গায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু এখনও সুরাহা না মেলায় অক্টোবরে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করা হয়। সেখানেও পুরাহা না মেলায় এবার হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।

সেই আখতার আলির বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। সিবিআই-এর দাবি, বিভিন্ন সংস্থাকে টেন্ডারের বিনিময়ে টাকা নিয়েছেন স্ত্রীর অ্যাকাউন্টে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের খরচ এসেছে বিভিন্ন সংস্থা থেকে।