Rabindra Sadan Metro: দাউ দাউ করে জ্বলল এসি, পুড়ে খাক সব! সাতসকালে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের চত্বরে আগুন আতঙ্ক

Rabindra Sadan Metro: বুধবার সকালে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে আগুন লাগে। সকাল পৌনে আটটা নাগাদ ওই কাউন্টারের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা।

Rabindra Sadan Metro: দাউ দাউ করে জ্বলল এসি, পুড়ে খাক সব! সাতসকালে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের চত্বরে আগুন আতঙ্ক
সাতসকালে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আগুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 11:38 AM

কলকাতা: দিনের শুরুতেই রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের চত্বরে আগুন। আগুন লাগে স্টেশনের সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি অফিসের দোতলায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী, মেট্রোর কর্মীদের মধ্যে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের জন্য মেট্রো চলাচলে কোনও রকমের বিঘ্ন ঘটেনি।

বুধবার সকালে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে আগুন লাগে। সকাল পৌনে আটটা নাগাদ ওই কাউন্টারের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। কর্মীরা কাজ শুরু করার আগেই স্ফূলিঙ্গ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলের। দমকলের তিনটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি-তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। তবে আগুনে ঝলসে গিয়েছে কাউন্টারের অনেকাংশই। দরকারি অনেক নথি পুড়ে গিয়েছে। কাউন্টারের ভিতরে ঝলসে যাওয়া সব স্পষ্ট করছে, আগুনের তীব্রতা ভালই ছিল।

তবে কর্মীরা যেহেতু সেসময়ে কাউন্টারে ছিলেন না, তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন পুরোপুরিই নিয়ন্ত্রণে। তবে কর্মীরা কিছুটা হলেও আতঙ্কিত। কাউন্টারের মনিটর, নথি, মেশিন সবই ঝলসে গিয়েছে। তবে এর জেরে রবীন্দ্রসদনে মেট্রো চলাচলে কোনও অসুবিধা হয়নি। মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।