Digha-Train: হাওড়া-দিঘার স্পেশাল ট্রেনগুলো হঠাৎ বন্ধ হল কেন? কী বলছে রেল?

Digha-Train: সূচি প্রকাশ হওয়ার পর আচমকাই দক্ষিণ-পূর্ব রেলের তরফে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, রেক এবং আরও বেশ কিছু কারণে এই বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।

Digha-Train: হাওড়া-দিঘার স্পেশাল ট্রেনগুলো হঠাৎ বন্ধ হল কেন? কী বলছে রেল?
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 28, 2025 | 6:01 PM

কলকাতা: দক্ষিণ-পূর্ব রেলের তরফে গত ২২ এপ্রিল একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে বলা হয়, দিঘাগামী যাত্রীদের জন্য দুটি স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে। একটি হাওড়া থেকে দিঘা পর্যন্ত এবং দ্বিতীয়টি পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত।

গত ২৬ এপ্রিল থেকে আগামী ৪ মে পর্যন্ত এই স্পেশাল ট্রেনটি চলাচল করার কথা ছিল। কথা ছিল, দুপুর ১টা ১০ মিনিটে দিঘা থেকে ছাড়বে ওই ট্রেন এবং বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ দিঘা স্টেশনে পৌঁছবে।

আবার বিকেল ৫টা ৪৫ মিনিটে দিঘা স্টেশন ছেড়ে রাত ১০টা ৩৫মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছনোর কথা ছিল একটি ট্রেনের। অন্যদিকে, পাঁশকুড়া থেকে ভোর ৪টে ৪৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল, যা দিঘা পৌঁছনোর কথা ছিল সকাল ৭টা ২৫ মিনিটে। অন্যদিকে, দিঘা থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে ছেড়ে সকাল ১০টা ২০ মিনিটে পাঁশকুড়া স্টেশনে পৌঁছনোর কথা ছিল ট্রেনের।

এই সব সূচি প্রকাশ হওয়ার পর আচমকাই দক্ষিণ-পূর্ব রেলের তরফে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, রেক এবং আরও বেশ কিছু কারণে এই বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবে তাতে তৈরি হয়েছে বিতর্ক। শাসক দলের নেতাদের দাবি, রেলের এই সিদ্ধান্তের পিছনে আদতে রাজনৈতিক উদ্দেশ্য আছে।

দক্ষিণ-পূর্ব রেলের বক্তব্য, দিঘাগামী অন্যান্য যে সব ট্রেন এতদিন চলত, তা এখনও চলছে। কাণ্ডারী এক্সপ্রেসে এখনও আসন খালি রয়েছে। অযথা এই বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ানো উচিত নয় বলে দাবি করেছে রেল। যদিও, রেলের কর্মীদের একাংশ প্রশ্ন তুলছে, পর্যাপ্ত রেক এবং অন্যান্য সমস্যা না দেখে কেন আগেভাগে এরকম ঘোষণা করতে গেল রেল?

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবারই দিঘায় পৌঁছে গিয়েছেন তিনি। উপস্থিত থাকছেন রাজ্যের প্রায় সব নেতা-মন্ত্রী। তিনদিন ধরে চলবে অনুষ্ঠান। এরই মধ্যে ট্রেন নিয়ে বেড়েছে বিতর্ক।