Special Train: সপ্তাহান্তেই লম্বা ছুটি! ভ্রমণপ্রিয় বাঙালির জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Aug 09, 2023 | 9:58 PM

Sealdah-NJP: ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য এই চারদিনের ছুটি উপভোগ করতে অন্যতম পছন্দের ডেস্টিনেশন উত্তরবঙ্গ। সে সব বিবেচনা করেই শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালানোর বন্দোবস্ত করছে রেল।

Special Train: সপ্তাহান্তেই লম্বা ছুটি! ভ্রমণপ্রিয় বাঙালির জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল
দার্জিলিং
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: এবারের ১৫ অগস্ট পড়েছে মঙ্গলবার। ১২-১৩ তারিখ হল সপ্তাহান্তের শনি-রবি। মাঝে সোমবার ১৪ অগস্ট (সোমবার) যদি ছুটি নিয়ে নেওয়া যায়, তাহলে চারদিনের লম্বা ছুটি। ১২ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত। এরকম লম্বা ছুটি কি সচরাচর পাওয়া যায়? আর বাঙালির তো এমনিতেই পায়ের তলায় সর্ষে! স্বাধীনতা দিবসের সৌজন্যে এই চারদিনের ছুটিতে তাই ছোটখাটো একটা ঘুরতে যাওয়ার প্ল্যানও করে নিয়েছেন অনেকে। এবার তাঁদের জন্য সুখবর নিয়ে এল রেল। ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য এই চারদিনের ছুটি উপভোগ করতে অন্যতম পছন্দের ডেস্টিনেশন উত্তরবঙ্গ। সে সব বিবেচনা করেই শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালানোর বন্দোবস্ত করছে রেল।

কোন দিনে চলবে এই স্পেশাল ট্রেন? রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১১ অগস্ট, অর্থাৎ শুক্রবার রাতে শিয়ালদহ থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেন। রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে শনিবার বেলা ১০ টা ৪৫ মিনিটে। যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গিপুর ও মালদা হয়ে যাবে এই স্পেশাল ট্রেন। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে যে কোনও সংরক্ষিত টিকিট কাউন্টার থেকে এই ট্রেনের জন্য টিকিট কাটা যাবে। তবে তৎকাল টিকিটের সুবিধা এই স্পেশাল ট্রেনের জন্য থাকছে না।

তাই আপনার যদি এই স্বাধীনতা দিবসের ছুটিতে উত্তরবঙ্গের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, ঝটপট কেটে ফেলুন স্পেশাল ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শুক্রবার রাতের দিকে ট্রেনটির যাত্রা শুরু করছে রেল। রাত ১১টা ৪০ মিনিটে। অর্থাৎ, শুক্রবার অফিস সেরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়েও অনায়াসে আপনি রাতের ট্রেন ধরে নিতে পারবেন। আর পরের দিন ঘুম ভাঙতেই পৌঁছে যাবেন উত্তরবঙ্গে।

Next Article