কলকাতা: নামেই বসন্ত কাল। মার্চ মাস পড়তে না পড়তেই পারদ পার করে ৩০ ডিগ্রি। লাগাতার প্যাচেপ্যাচে গরমে নাজেহাল রাজ্যবাসী। চোথে রোদ চশমা আর ছাতা ছাড়া বেরনোই দায় রাস্তায়। রীতিমতো তেঁতেপুড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এখন একটাই প্রশ্ন মার্চেই যদি এত গরম পড়ে তাহলে এপ্রিল-মে-তে কী অবস্থা হবে? তবে এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামিকাল দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে। দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না উত্তরবঙ্গে।
অপরদিকে, আগামিকাল দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া-ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হবে। অপরদিকে ১১ তারিখে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। ১৭ ও ১৮ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির পরিস্থিতির জন্য ১৫ তারিখে পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু কমবে। মিলবে স্বস্তি।