Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টি, এরপর কোথায়-কোথায় হবে?

Latest Weather Update: আলিপুর আবহাওয়া সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার উপরে বিস্তৃত উত্তর-পূর্ব বাংলাদেশ কম শক্তির ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টি, এরপর কোথায়-কোথায় হবে?
ঝেঁপে নামবে বৃষ্টি।Image Credit source: PTI

Apr 28, 2025 | 8:12 PM

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট

কলকাতা: ক্ষনিকের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এখনও পুরোপুরি গরম কমেনি। সকালে এখনও বেশ ভালই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই আবহের মধ্যেই এবার সুখবর শোনাল হাওয়া অফিস। আগামী ৭ দিন তাপপ্রবাহের কোথাও কোন সম্ভাবনা নেই। তবে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার উপরে বিস্তৃত উত্তর-পূর্ব বাংলাদেশ কম শক্তির ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকা সম্ভাবনা। পরবর্তীতে ৩০ থেকে ৩১ ডিগ্রির মতো দাঁড়াবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকা সম্ভাবনা রয়েছে।

দমদমে আজ আংশিক মেঘলা আকাশ। আগামী ২ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টা বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে। ২৯ মে কোথাও কোনও কমলা সর্তকতা নেই। কোথাও কোথাও হলুদ সর্তকতা দেওয়া হয়েছে। ৩০ মে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন মুর্শিদাবাদ, বীরভূম,পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদনীপুরে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।