Rain In Durga Pujo: নবমীতে প্রকৃতিতেও বিষাদের সুর! দুপুর গড়াতেই কলকাতা-সহ পাঁচ জেলায় বৃষ্টি

Rain In Durga Pujo: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। নবমীতে কলকাতা-সহ ৫ জেলায় খুব হালকা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নবমীতে বাকি রাজ্য শুকনো থাকার সম্ভাবনাই বেশি। দশমী ও একাদশীতে বৃষ্টি একটু বাড়তে পারে

Rain In Durga Pujo: নবমীতে প্রকৃতিতেও বিষাদের সুর! দুপুর গড়াতেই কলকাতা-সহ পাঁচ জেলায় বৃষ্টি
নবমীর সকাল ভিজলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 23, 2023 | 1:30 PM

কলকাতা: আজ মহানবমী, উৎসবের আবহেও কোথায় যেন বিষাদের ছায়া! এই তো সবে পুজো শুরু হল, তারই মধ্যে বিদায়লগ্ন এসে হাজির! তার মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নবমীর দুপুর গড়াতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা. হাওড়া, কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল। তা সত্যিই করল নবমীর সকাল।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ-সহ সুন্দরবনের উপকূল এলাকায় ভারী বৃষ্টি হয়েছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বেলা বারোটা নাগাদ ডায়মন্ড হারবার ও কাকদ্বীপের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের আগাম সতর্কবার্তা পাওয়ার পর থেকে জেলার কয়েকশো পুজোর উদ্যোক্তা পুজো মন্ডপ নিয়ে চিন্তায় ছিলেন। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কিছুটা হলেও চিন্তা আরও বাড়লো পুজো উদ্যোক্তাদের। উত্তর ২৪ পরগনাতেও একাধিক জায়গায় বৃষ্টি হয়। কলকাতা, সল্টলেকে ভারী বৃষ্টি হয়।

বুধবার ও বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর। আগাম সতর্কবার্তা পাওয়ার পর মৎস্যজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে রাতের মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে থাকা সমস্ত ট্রলারকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর থেকে দক্ষিণ, ভিড়ে ঠাসা নামী থেকে অনামী সব পুজো মণ্ডপ। বাড়ি থেকে আবাসন, মহাধুমধামে হচ্ছে সব পুজো। কিন্তু দেখতে দেখতে যেন নবমীও হয়ে গেল! কিন্তু নবমীর সকালে বিষাদের সুর যেন প্রকাশ পেল প্রকৃতিতেও।

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। নবমীতে কলকাতা-সহ ৫ জেলায় খুব হালকা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নবমীতে বাকি রাজ্য শুকনো থাকার সম্ভাবনাই বেশি। দশমী ও একাদশীতে বৃষ্টি একটু বাড়তে পারে। কলকাতা-সহ ৭ জেলায় হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপ প্রথমে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে, পরে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ উপকূলের দিকে এগোবে। ফলে অনেকটা সময় সমুদ্রেই কেটে যাওয়ার সম্ভাবনা। বেশিরভাগ বৃষ্টি সমুদ্রেই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দ্বাদশীতে আবহাওয়া ফের শুকনো হয়ে যাবে, জানাচ্ছে আবহাওয়া দফতর।