Rain in Kolkata: যোধপুরে ২০০ মিমি, কালীঘাট-বালিগঞ্জ-উল্টোডাঙা, কোথায় কত বৃষ্টি হল, কী বলছে পুরসভা

Waterlogging Kolkata: ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টি হয়ে চলেছে। ফলে জল জমেছে উত্তর কলকাতার একাধিক রাস্তায়। প্রবল যানজটের মুখোমুখি হচ্ছেন যাত্রীরা।

Rain in Kolkata: যোধপুরে ২০০ মিমি, কালীঘাট-বালিগঞ্জ-উল্টোডাঙা, কোথায় কত বৃষ্টি হল, কী বলছে পুরসভা
শহরের রাস্তার ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2025 | 9:06 AM

কলকাতা: রাতভর বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে সামনে আসতে শুরু করেছে জল যন্ত্রণার ছবি। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তা যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না কমে, তাহলে শহরের জলমগ্ন পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরসভার পাম্পিং স্টেশনগুলি থেকে যে আপডেট সামনে এসেছে, তাতে কলকাতার কোথাও কোথাও হাঁটু সমান জল জমেছে।

উত্তর কলকাতার ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ বিস্তীর্ণ অংশের জল জমার ছবি চোখে পড়ছে। জল জমেছে ঢাকুরিয়া, যাদবপুর সহ কলকাতার বিস্তীর্ণ অংশে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্ক নিকাশি পাম্পিং স্টেশন এলাকায়। রাত থেকে সকাল পর্যন্ত ২০০ মিলিমিটৈর বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোথায়, কত বৃষ্টিপাত হল, দেখে নিন একনজরে

মানিকতলা নিকাশি পাম্পিং স্টেশন – ৮০ মিলিমিটার

দত্ত বাগান নিকাশি পাম্পিং স্টেশন – ৭৭ মিলিমিটার

বীরপাড়া নিকাশি পাম্পিং স্টেশন – ৭৮ মিলিমিটার

মার্কাস স্কোয়ার নিকাশি পাম্প স্টেশন – ৬৮ মিলিমিটার

বালিগঞ্জ নিকাশি পাম্পিং স্টেশন – ৬৬ মিলিমিটার

চেতলা নিকাশি পাম্পিং স্টেশন- ৪৭ মিলিমিটার

মমিনপুর নিকাশি পাম্পিং স্টেশন – ৬৭ মিলিমিটার

কালীঘাট নিকাশি পাম্পিং স্টেশন – ৬৪ মিলিমিটার

যোধপুর পার্ক নিকাশি পাম্পিং স্টেশন – ১৯৫ মিলিমিটার

ধাপা নিকাশি পাম্পিং স্টেশন –  ৬২ মিলিমিটার

তপসিয়া নিকাশি পাম্পিং স্টেশন –  ৬৩ মিলিমিটার

উল্টোডাঙ্গা নিকাশি পাম্পিং স্টেশন – ৬৮ মিলিমিটার

কামডহরি নিকাশি পাম্পিং স্টেশন – ৬৩ মিলিমিটার

পামার বাজার নিকাশি পাম্পিং স্টেশন- ৭৮ মিলিমিটার

ঠনঠনিয়া নিকাশি পাম্পিং স্টেশন – ৭২ মিলিমিটার