কলকাতা: রাজারহাট রোডের অভিজাত আবাসন থেকে ভিন রাজ্যের যুবতী বার ড্যান্সারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার চাঞ্চল্য ছড়াল। ঘটনায় যুবতীর লিভ ইন পার্টনারকে আটক করেছে নারায়ণপুর থানার পুলিশ। পুলিশ সূত্র মারফত, রাজারহাট রোডের বহুতল আবাসনের 5d ফ্ল্যাট থেকে পঞ্জাব জলন্ধরের যুবতী স্বেতা রানির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে উদ্ধার করে বাগুইআটি ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন লিভ ইন পার্টনার মহেশপ্রসাদ জয়সওয়াল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন ওই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষ বাগুইআটি থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে।
জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে দীর্ঘ ছ’বছর ধরে লিভ ইন থাকতেন তাঁরা। স্বেতাকে নিয়ে সন্দেহ করতেন ওই যুবক। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হত। শনিবার তা চরমে ওঠে। ওই যুবকের বক্তব্য অনুযায়ী, সাড়ে তিনটে নাগাদ যুবতী নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তাঁর কিছুক্ষণ পর গিয়ে ডাকাডাকি করেন ওই যুবক। কিন্তু দরজা না খোলায় সন্দেহ হয়। দরজা ঠেলে ভেঙে ঢুকে তিনি দেখেছিলেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন স্বেতা। তাঁকে উদ্ধার করে নিয়ে যান ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যুবতীর ঠোঁট ফাটা ছিল। হাতের তালুতে মিলেছে রক্তের দাগ। তা ঘিরে তৈরি হচ্ছে রহস্য। দেহটিকে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই পাঞ্জাবে যুবতীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।