
কলকাতা: রক্তদান শিবিরেও তৃণমূলের কোন্দলের ছবি! রাজারহাটের লস্করহাটিতে সব্যসাচী দত্তের সামনেই তাঁর অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। চেয়ার ছুড়ে একজন অন্য জনকে মারছেন! ধরা পড়েছে সেই ছবিও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, যে সামাল দিতে মাঠে নামতে হয় খোদ সব্যসাচীকে। তাঁর কথাও শুনতে চাইছিলেন না অনুগামীরা। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনো থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, রবিবার সব্যসাচী দত্তের অনুগামী ইজাজুল লস্করের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পাহাড়আলি লস্কর তাঁর অনুগামীদের নিয়ে সেই শিবিরে উপস্থিত হন। সব্যসাচী দত্তের দুই অনুগামী ও তাঁদের সমর্থকদের মধ্যে বাগ বিতণ্ডা হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতিতে পৌঁছয়। দেখা যায়, চেয়ার ছুড়ে একে অপরকে মারছেন। সেই মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মারপিট না থামানো হয়, তাহলে মঞ্চ ছেড়ে তিনি চলে যাবেন। কিন্তু সেই হুঁশিয়ারি কারোর কানে পৌঁছয় না। বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
যদিও অনুগামীদের মধ্যে হাতাহাতির বিষয়টি পরে সাংবাদিকদের সামনে এড়িয়ে যান সব্যসাচী দত্ত। তাঁর সাফাই, অনুষ্ঠান মঞ্চে ঢোকার মূল গেটটাই ছোট হয়েছিল। সেই গেট দিয়ে হুড়মুড়িয়ে ঢুকতে গিয়েই ঘটনার সূত্রপাত।
যদিও বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এই ধরনের ঘটনা তৃণমূলে নতুন নয়। রক্তদানে রক্তারক্তি! সব্যসাচী দত্ত কার ভাগে পড়বেন, তার লড়াই! রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের লড়াই।”