WB Governor: রাজ্যপালের নাম করে সাইবার প্রতারণা! গাইডলাইন দিল রাজভবন

Cyber Fraud in Bengal: এমন কোনও সন্দেহজনক কার্যকলাপ ঘটলে, তা নিয়ে অবিলম্বে অভিযোগ জানানোর পরামর্শও দেওয়া হয়েছে। নিকটবর্তী থানা বা সাইবার সেলে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, cybercrime.gov.in-এ অভিযোগ জানানোর কথাও বলেছে রাজভবন।

WB Governor: রাজ্যপালের নাম করে সাইবার প্রতারণা! গাইডলাইন দিল রাজভবন

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 20, 2025 | 7:12 PM

কলকাতা: খোদ রাজ্যপালের নামে সাইবার প্রতারণার চেষ্টা! খাস কলকাতায় এমনই অভিযোগ সামনে এসেছে। তাই তড়িঘড়ি রাজ্যবাসীকে সতর্ক করা হল রাজভবনের তরফ থেকে। কখনও ফোন কলে, কখনও ইমেইলে, কখনও সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। রাজ্যপালের নজরে বিষয়টি আসতেই নড়েচড়ে বসেছে রাজভবন। তৎপরতার সঙ্গে সাবধান করা হয়েছে সাধারণ মানুষকে।

অভিযোগ, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফ থেকে  রাজভবনের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। স্পষ্ট বলা হয়েছে যে, রাজভবন কখনও , কোনও কারণে, কারও কাছ থেকে টাকা চায় না। রাজভবনের নামে যদি কাউকে টাকা দেওয়ার কথা বলা হয়, তাহলে তা ভুয়ো বলে ধরে নিতে হবে।

রাজভবনের দেওয়া গাইডলাইনে বলা হয়েছে, রাজ্যপালের অফিসের তরফ থেকে বলে কেউ যোগাযোগ করলে সবসময় তার সত্যতা যাচাই করতে হবে। এরকম কোনও ফোন বা মেসেজ গেলে যাতে ব্যক্তিগত তথ্য না দেওয়া হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। এছাড়া এমন কোনও সন্দেহজনক কার্যকলাপ ঘটলে, তা নিয়ে অবিলম্বে অভিযোগ জানানোর পরামর্শও দেওয়া হয়েছে। নিকটবর্তী থানা বা সাইবার সেলে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, cybercrime.gov.in-এ অভিযোগ জানানোর কথাও বলেছে রাজভবন।