Gourbanga University: ‘উপাচার্যের চেম্বার সিল করে দিন’, গৌড়বঙ্গ নিয়ে এবার রাজভবনের কড়া নির্দেশ

Gourbanga University: রজতকিশোর দে-কে উপাচার্য হিসাবেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষা দফতরের তরফে। তিনি নিজেই বলেছিলেন, "সরকারের তরফে একটা অর্ডার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ইমেলে এসেছে। সেখানে উপাচার্যের দায়িত্ব পালন চালিয়ে যেতে বলা হয়েছে। আমি রাজ্যের নির্দেশকে মান্যতা দিয়ে উপাচার্যের যে দায়িত্ব তা পালন করব।"

Gourbanga University: উপাচার্যের চেম্বার সিল করে দিন, গৌড়বঙ্গ নিয়ে এবার রাজভবনের কড়া নির্দেশ
রাজভবন থেকে রজতকিশোর দে নিয়ে কড়া অবস্থান। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 05, 2024 | 10:38 PM

মালদহ: এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিল রাজভবন। কোনওমতেই যেন অপসারিত উপাচার্য বিশ্ববিদ্যালয়ে না প্রবেশ করতে পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এমনকী তাঁর চেম্বার সিল করে দিতে বলা হয়েছে। প্রয়োজনে পুলিশের সাহায্য নিয়ে অপসারিত উপাচার্য রজতকিশোর দে-কে আটকাতে হবে বলেও কড়া নির্দেশ দিয়েছে রাজভবন। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ইমেল মারফত রেজিস্ট্রারের কাছে এই বার্তা আসে।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্য হিসাবে গত অগস্ট মাসে দায়িত্ব পান রজতকিশোর দে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসই তাঁকে এই দায়িত্ব দিয়ে নিয়ে যান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ন’ মাসের মাথায় সেই আচার্যই পদ থেকে সরিয়ে দিলেন রজতকিশোর দে-কে। এদিকে আচার্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য।

রজতকিশোর দে-কে উপাচার্য হিসাবেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষা দফতরের তরফে। তিনি নিজেই বলেছিলেন, “সরকারের তরফে একটা অর্ডার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ইমেলে এসেছে। সেখানে উপাচার্যের দায়িত্ব পালন চালিয়ে যেতে বলা হয়েছে। আমি রাজ্যের নির্দেশকে মান্যতা দিয়ে উপাচার্যের যে দায়িত্ব তা পালন করব।” এ নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের একটা সংঘাতের আবহ প্রথম থেকেই ছিল। এবার একেবারে কড়া বার্তা গেল রাজভবন থেকে।