Rajiv Sinha: ফের রাজভবনে তলব রাজীব সিনহাকে

Deeksha Bhuiyan | Edited By: Sukla Bhattacharjee

Jun 25, 2023 | 1:32 AM

Raj Bhavan: এদিন রাজ্যপাল পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূল নেতার ভাইকে ফোন করে তাঁদের খোঁজ-খবর নেন। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করারও আশ্বাস দিয়েছেন।

Rajiv Sinha: ফের রাজভবনে তলব রাজীব সিনহাকে
রাজীব সিনহাকে তলব রাজভবনে।

Follow Us

কলকাতা: ফের রাজভবনে (Raj Bhavan) তলব করা হল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiv Sinha)। শনিবার রাতেই রাজভবনের তরফে রাজ্য নির্বাচন কমিশনারকে ফের তলব করার খবর জানানো হয়। রাজভবন-নবান্ন সংঘাতের আবহের মধ্যেই রবিবার ফের রাজীব সিনহাকে রাজভবনে তলব করার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও গত কয়েকদিন ধরে রাজীব সিনহাকে তলব করা সত্ত্বেও তিনি রাজভবনে যাননি। তার জেরেই রাজ্যপাল সি.ভি আনন্দ বোস রাজীব সিনহার উপর ক্ষুব্ধ হয়েছিলেন বলে রাজভবন সূত্রের খবর। তবে রবিবার রাজীব সিনহা রাজভবনে যাবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে, এদিন রাজ্যপাল পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূল নেতার ভাইকে ফোন করে তাঁদের খোঁজ-খবর নেন। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করারও আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতার খুনের তদন্তে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের ব্যাপারে খোদ পুলিশ কমিশনার থেকে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। তারপরই ফের রবিবার রাজীব সিনহাকে ডেকে পাঠালেন তিনি। যা বর্তমান ঘটনা-আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, গত দু-দিন ধরেই রাজীব সিনহাকে নিয়ে রাজ্য-রাজভবন বিরোধ তুঙ্গে উঠেছে। রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট রাজভবন থেকে বুধবার রাতেই ফেরত পাঠানো হয়েছে। এপ্রসঙ্গে রাজভবন জানায়, রাজ্যপালই রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। অথচ রাজভবনের তরফে বারবার ডেকে পাঠানো সত্ত্বেও রাজীব সিনহা আসেননি। ব্যস্ততার কারণ দেখিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছিলেন রাজীব সিনহা। তাঁর সেই আচরণে ক্ষুব্ধ হয়েই রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং রিপোর্টে স্বাক্ষর না করে ফেরত পাঠিয়ে দেন বলে রাজভবন সূত্রে খবর।

Next Article