State Election Commissioner: রাজীব সিনহাই নতুন নির্বাচন কমিশনার, রাজ্যের প্রথম পছন্দেই সিলমোহর রাজ্যপালের

State Election Commissioner: প্রথম নাম পাঠানোর পর আরও দুটি নাম চেয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

State Election Commissioner: রাজীব সিনহাই নতুন নির্বাচন কমিশনার, রাজ্যের প্রথম পছন্দেই সিলমোহর রাজ্যপালের
রাজীব সিনহা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 07, 2023 | 1:40 PM

কলকাতা :  অবশেষে নতুন কমিশনার পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাই হচ্ছেন নতুন নির্বাচন কমিশনার। টালবাহানার পর অবশেষে সেই নামেই রাজ্যপাল অনুমোদন দিয়েছেন বলে সূত্রের খবর। রাজভবন থেকে ফাইল পাঠানো হচ্ছে নবান্নে। প্রাক্তন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয় সম্প্রতি। তারপর থেকে ওই আসন ফাঁকা ছিল। রাজভবনে নাম পাঠানো হলেও তাতে অনুমোদন মেলেনি। এই নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, নবান্নের তরফে কমিশনার পদের জন্য প্রথম পছন্দই ছিল রাজীব সিনহা। প্রথমেই তাঁর নাম পাঠানো হয়েছিল রাজভবনে। এরপর রাজ্যপাল সি ভি আনন্দ বোস দ্বিতীয় নাম চেয়ে পাঠান। রাজ্য এ আর বর্ধনের নাম পাঠিয়েছিল। এরপর তৃতীয় নাম চাওয়া হয়। সেই নাম পাঠানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

কেন কমিশনার পদের নাম নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, তা প্রশ্ন তোলেন মমতা। তাঁর দাবি, এমন পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। তাই এই পদপূরণ হওয়া জরুরি ছিল বলে উল্লেখ করেছিলেন মমতা।

অতীতে মুখ্যসচিব পদে দায়িত্ব সামলেছেন আইএএস রাজীব সিনহা। কোভিড-পর্বে তাঁর ভূমিকার প্রশংসাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর মুখ্যসচিব হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।