
কলকাতা: বীরভূমের কৃষক পরিবার থেকে উঠে আসা সামিরুল ইসলামকে কিছুদিন আগেই রাজ্যসভায় পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সামিরুলের উপর আরও দায়িত্ব বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের মাথায় বসানো হল সামিরুলকে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এই দশ সদস্যের বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। রাজ্যের শ্রম দফতরের থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তাপস রায় ও শ্রম দফতরের প্রধান সচিবও।
নতুন দায়িত্ব পাওয়ার পর খুশি রাজ্যসভায় যাওয়া সামিরুল ইসলামও। জানিয়েছেন, ‘পরিযায়ী শ্রমিকদের স্বার্থে যে উদ্যম নিয়ে বিগত বছরগুলিতে কাজ করে এসেছি, আগামী দিনগুলিতেও সেই উদ্যম বজায় থাকবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘প্রান্তিক সমাজ থেকে উঠে এসেছি বলেই হয়ত সংখ্যালঘু, আদিবাসী, তফশিলি জাতি, কুড়মি ও অন্যান্য যে কোনও অনগ্রসর শ্রেণির মানুষের জীবনযাপনের সঙ্গে একাত্মবোধ অনুভব করতে পারি। এই বোধের জায়গা থেকেই রাজ্যসভার সদস্য হিসাবে আগামী দিনগুলি প্রান্তিক সমাজের মানুষদের জন্য সরব হব।’
পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের জন্য আগামীদিনে আরও বেশি করে কাজ করার জন্য মুখিয়ে তিনি। উল্লেখ্য, এর আগে কোভিডকালে পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন সামিরুল। এখন দেখার নতুন দায়িত্ব কীভাবে সামলান তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ।