Park Circus Waqf Protest: ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

Park Circus Waqf Protest: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহর তথা রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠনের তরফে ওই এলাকায় আয়োজন করা হয়েছিল একটি সভার। সেখানে অনেকটা সময় ধরেই চলে কেন্দ্রের ওয়াকফ (সংশোধনী) বিল বিরোধী আলোচনা।

Park Circus Waqf Protest: ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম
পার্ক সার্কাসে ওয়াকফ-বিক্ষোভImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 04, 2025 | 3:20 PM

কলকাতা: উড়ছে পতাকা। প্রায় সকলের হাতেই পোস্টার। চলছে স্লোগান। ভর দুপুরে পার্ক সার্কাসের ছবিটা যেন অন্যরকম। সেখানে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতায় প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন রাজ্যের সংখ্যালঘু সংগঠনের সদস্যরা।

ইতিমধ্যে গোটা দেশজুড়েই ওয়াকফ বিল নিয়ে চড়ছে উত্তাপ। যার আঁচ পড়ল বঙ্গের অন্দরেও। শুক্রবার, পার্ক সার্কাসের সেভেন পয়েন্টসে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভে নামল শহর তথা রাজ্যের সংখ্যালঘুরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহর তথা রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠনের তরফে ওই এলাকায় আয়োজন করা হয়েছিল একটি সভার। সেখানে অনেকটা সময় ধরেই চলে কেন্দ্রের ওয়াকফ (সংশোধনী) বিল বিরোধী আলোচনা। তারপর সভা শেষে পথে বিক্ষোভে নামেন সেই সংখ্য়ালঘু সংগঠনের সদস্যরা। বিল প্রত্যাহারের দাবিতে পাক সার্কাস সেভেন পয়েন্টস কার্যত অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্য়েই ওই এলাকায় নামানো হয়েছে পুলিশ ও ব়্য়াফ।

উল্লেখ্য, বুধবার গভীর রাত অবধি লোকসভায় আলোচনা চলার পর পাস হয় ওয়াকফ (সংশোধনী) বিল। একই কায়দায় ২৪ ঘণ্টার মধ্য়ে সংসদের উচ্চকক্ষেও ১২৮ ভোট নিয়ে গভীর রাতে পাস হয়ে যায় এই সংশোধনী বিল। এরপর শুধু একটা সই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পেন ঠেকালেই বদলে যাবে ৭০ বছর পুরনো ওয়াকফ আইনের রীতি নীতি। আর তার আগেই দেশজুড়ে নতুন সংশোধনী বিলের বিরুদ্ধে সুর চড়াল সংখ্যালঘুরা। একই ভাবে পারদ চড়িয়ে নতুন বিলের বিরোধিতা করতে দেখা গিয়েছে বিরোধী নেতাদেরও।