Rare Earth Explained: পুরুলিয়ার মাটির ভিতর ‘পোঁতা’ ১ লক্ষ ৪০ হাজার কোটির সম্পত্তি?

Rare Earth Explained: পুরুলিয়ার কালাপাথর-রঘুডিহি ব্লকে ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। যার আনুমানিক মূল ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। বহু বছর আগেই উত্তর ২৪ পরগনার অশোক নগরে গ্যাসের ভাণ্ডার খুঁজে পেয়েছিল ONGC। তা নিয়েও টানাপোড়েন কম হয়নি। এবার একই ছবি দেখা যাচ্ছে পুরুলিয়ার ক্ষেত্রেও।

Rare Earth Explained: পুরুলিয়ার মাটির ভিতর পোঁতা ১ লক্ষ ৪০ হাজার কোটির সম্পত্তি?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

Aug 29, 2025 | 3:57 PM

আধুনিক দুনিয়ায় এর চাহিদা এক্কেবারে তুঙ্গে। মুখিয়ে থাকে গোটা বিশ্বের কমবেশি প্রায় সব দেশই। কিন্তু এর সিংহভাগই নাকি নিয়ে বসে আছে চিন। মানে বিশ্বের প্রায় অর্ধেকের কাছাকাছিই নাকি ওদের কাছে। সোজা কথায় এ এমন এক জিনিস যা ছা়ড়া আধুনিক বিশ্বে চলাই মুশকিল। কিন্তু, এই বাংলার বুকেই সেই বিরল রত্ন। তাও আবার লাল মাটির দেশ পুরুলিয়ায়। তা নিয়েই সাম্প্রতিককালে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর। শুরু হয়ে গিয়েছে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনও। কী এই বিরল রত্ন? কেন এত টানাপোড়েন। কোথাও পাওয়া গিয়েছে খোঁজ?  পুরুলিয়ার কালাপাথর-রঘুডিহি ব্লকে ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন