New Metro in Kolkata: উদ্বোধনের আগের রাতেই নতুন স্টেশনগুলিতে বসল রেট চার্ট, Howrah-Sector V-এ কোথায় কত ভাড়া দেখে নিন

New Metro in Kolkata: হাওড়া ময়দান থেকে যেহেতু এতদিন এসপ্ল্যানেডে নেমে অন্যান্য দিকে যাওয়া গিয়েছে, তাই সেই মেট্রো স্টেশন গুলির থেকে হাওড়া ময়দানের ভাড়া ইতিমধ্যেই সকলের। তাই আলাদা করে সেগুলি উল্লেখ করা হয়নি।

New Metro in Kolkata: উদ্বোধনের আগের রাতেই নতুন স্টেশনগুলিতে বসল রেট চার্ট, Howrah-Sector V-এ কোথায় কত ভাড়া দেখে নিন
কোথায় কত ভাড়া দেখে নিন Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Aug 21, 2025 | 9:51 PM

কলকাতা: অবশেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের চূড়ান্ত ভাড়ার তালিকা বসিয়ে দেওয়া হল স্টেশন গুলিতে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ-এর ভাড়া ৩০ টাকা রাখা হয়েছে। হাওড়া ময়দান থেকে যেহেতু এতদিন এসপ্ল্যানেডে নেমে অন্যান্য দিকে যাওয়া গিয়েছে, তাই সেই মেট্রো স্টেশন গুলির থেকে হাওড়া ময়দানের ভাড়া ইতিমধ্যেই সকলের। তাই আলাদা করে সেগুলি উল্লেখ করা হয়নি। নতুন যে স্টেশনগুলো তৈরি হল সেগুলির থেকে হাওড়া ময়দানের ভাড়া জানানো হল। 

কোথায় কত ভাড়া? 

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন – ৩০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো স্টেশন – ৩০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন – ৩০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশন – ৩০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন – ৩০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম – ২০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ফুলবাগান মেট্রো স্টেশন – ২০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন – ২০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন – ৫০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন – ৫০ টাকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন – ৫০ টাকা

এদিকে রাত পোহালেই শহরে আসছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধোধন করতে চলেছেন মেট্রোর নতুন তিনটি রুটের। এরমধ্যে সবথেকে বেশি চর্চা চলছে এই হাওড়া-সেক্টর ফাইভ নিয়েই।