Ratna on Baishakhi: বৈশাখীর নাম শুনেই যা বললেন রত্না…

Nov 03, 2025 | 4:30 PM

Ratna on Baishakhi: বৈশাখীকে সঙ্গে নিয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। আর ঠিক ৬ বছর পর সেই বৈশাখীকে সঙ্গে নিয়েই ফিরলেন তৃণমূলে। বর্তমানে শোভনের রত্না তৃণমূলের বিধায়ক। তাই এই যোগদানে তাঁর প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কলকাতা: তণমূলে ফিরে শোভন চট্টোপাধ্যায় বলেছেন, ‘এটা আমার নিজের ঘর, নিজের সংসার।’ আর বিরোধীরা খোঁচা দিয়ে বলছেন, ‘এখন এক সংসারে শোভন, বৈশাখী আর রত্না।’ এই পরিস্থিতিতে রত্না সাফ জানিয়ে দিলেন বৈশাখীর ব্যাপারে তিনি কিছু বলবেন না।

বৈশাখীর নামও মুখে আনেননি তিনি। ‘ওই মহিলা’ বলে সম্বোধন করে রত্না বলেন, ওই মহিলা সম্পর্কে কোনও কথা বলব, সেই জায়গায় এখনও নামিনি। তবে শোভনকে দলে স্বাগত জানাতে দ্বিধাবোধ করলেন না তিনি। দীর্ঘদিনের রাজনীতিককে কাজে আহ্বান জানালেন বেহালা পূর্বের বিধায়ক রত্না। উল্লেখ্যস, সোমবার তৃণমূল ভবনে গিয়ে যোগদান করেন শোভন-বৈশাখী।