SSC Scam: রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ, এবার পরীক্ষা পিছনোর আবেদন চাকরিহারাদের

Kolkata: মঙ্গলবার ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায় যাতে পুনর্বিবেচনা করা হয় সেই নিয়ে SSC-রাজ্য সরকার ও চাকরিহারা সহ ১৭৮ টি আর্জি দায়ের হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ তা খারিজ করে দেন।

SSC Scam: রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ, এবার পরীক্ষা পিছনোর আবেদন চাকরিহারাদের
কী বলছেন চাকরিহারারা?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 19, 2025 | 10:29 PM

কলকাতা:  ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। আর তার পরপরই বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ। নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। আগামী শুক্রবার হবে এই বৈঠক। সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকবেন জেলাশাসক এবং পুলিশ আধিকারিকরা। এ দিকে, রিভিউ পিটিশনের আর্জি খারিজ হতেই পরীক্ষার তারিখ পিছনোর আবেদন চাকরিহারাদের একাংশের।

মঙ্গলবার ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায় যাতে পুনর্বিবেচনা করা হয় সেই নিয়ে SSC-রাজ্য সরকার ও চাকরিহারা সহ ১৭৮ টি আর্জি দায়ের হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ তা খারিজ করে দেন। ফলত, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষায় বসতেই হচ্ছে চাকরিহারাদের। সেই কারণে পরীক্ষা নিয়ে যাবতীয় আলোচনা করতে বৈঠক ডাকেন মুখ্যসচীব। সূত্রের খবর, নির্বিঘ্নে পরীক্ষা যাতে হয় তা আলোচনা করতেই এই বৈঠক।

এ দিন চাকরিহারা চিন্ময় বলেন, “বিচার ব্যবস্থার উপর আমাদের আর আস্থা থাকল না। আশা করেছিলাম চোরেদের শাস্তি সরকার দেবে বিচারব্যবস্থা। যাঁরা সঠিকভাবে নিযুক্ত তাঁরা উপযুক্ত বিচার পাবেন। তবে আজ দেখলাম বিচারপতি বলছেন যাঁরা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছেন তাঁদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয়েছিল রায়ের শেষ অনুচ্ছেদে।” তিনি আরও বলেন, “চোরেদের শাস্তি হল না। বিচারপতি শুধু কটা মন্তব্য করে ছেড়ে দিলেন। আমরা সরকারের প্রতি বিক্ষুব্ধ। এসএসসি-র প্রতি বিক্ষুব্ধ। বিচার ব্যবস্থার প্রতি বিক্ষুব্ধ।” তিনি আরও বলেন, “পরীক্ষার আর ঊনিশ-কুড়ি দিন বাকি। আইনিভাবে আরও এগোবো। তবে এটা চাইব পরীক্ষার তারিখ যেন পিছনো হয়।”

বস্তুত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি (SSC)। সেই পরীক্ষার দিন ঘোষণা আগেই করেছে স্কুল সার্ভিস কমিশন। একদিন নবম-দশম ও আর একদিন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র এই নিয়োগের পরীক্ষা হবে। ৭ তারিখে নবম-দশম ও ১৪ তারিখে একাদশ-দ্বাদশের পরীক্ষা হবে। সেই পরীক্ষারই তারিখ পিছনোর আবেদন।